‘মৌ, বউ’ শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে ?
শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে সেই ব্যঞ্জনের উচ্চারণ কি হয় ?
'নজর' শব্দের সাথে 'সু' উপসর্গ যুক্ত হলে শব্দের অর্থের কী ধরনের পরিবর্তন ঘটে?
নিচের কোন সমস্ত পদটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ ?
বৃহৎ অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
ধ্বনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের উদাহরণ কোনটি ?
‘তেহাই’ কোন প্রকারের পূরণবাচক শব্দ?
কলম, বাকি, আদালত- কোন ধরনের বিদেশি শব্দ?
ফারসি
তুর্কি
আরবি
হিন্দি
মিছিলটি এগিয়ে যায়। এখানে 'সামনে' কোন ধরনের ক্রিয়া বিশেষণত?
আরে! তুমি আবার কখন এলে?
“বিপদ ও দুরে একসঙ্গে আনে। কোন ধরনের বাক্য?
শুধু মানুষের বেলায় কোন নির্দেশক ব্যবহৃত হয়?
সাধারণত ক্রিয়ার কাল, স্থান ও ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয়?
ক্রিয়ার প্রথম অংশকে কী বলে?
বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কী বলে?
বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?
কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল। বাকে “উঁচু টেবিল থেকে কোন কারক?
আমার যাওয়া হলো না। বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
'অপরূপ' শব্দটির মধ্যে কোন ধরনের অর্থ পরিবর্তন লক্ষ্য করা যায়?