CuSO4 দ্রবণে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 45 মিনিট যাবৎ চালনা করলে ক্যাথোডে কী পরিমাণ (g) কপার জমা হবে?
0.1M CuSO4 এর 2L দ্রবণে 5A বিদ্যুৎ 2 hr যাবৎ চালনা করা হলে, তড়িৎ বিশ্লেষণের পর, ঐ দ্রবণের ঘনমাত্রা (M) কত হবে?
সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যদিয়ে 160mA বিদ্যুৎ 40 min ধরে চালনা করলে ক্যাথোডে কতটি সিলভার পরমাণু জমা হবে?
0.5A মাত্রার তড়িৎ প্রবাহ 10 min সময় ধরে তুঁতের জলীয় দ্রবণে চালনা করলে কি পরিমাণ কপার সঞ্চিত হবে?
AgNO3 দ্রবণে 1.2 amp বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে 1.61 g Ag জমা হবে?
50 mA বিদ্যুৎ 2 ঘন্টা যাবৎ NaCl এর মধ্যে চালনা করলে কী পরিমাণ Na জমা হবে?
অম্ল মিশ্রিত পানির মধ্য দিয়ে 5 amp তড়িৎপ্রবাহ 5hr ধরে চালনা করলে কী পরিমাণ পানি বিয়োজিত হবে?
CuSO4 দ্রবণের মধ্য দিয়ে 0.16A বিদ্যুৎ 40 মিনিট চালনা করা হলো। ক্যাথোডে সঞ্চিত কপার পরমাণু সংখ্যা কত?
2 mol Al ক্যাথোডে জমা করতে কী পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন?
একই মাত্রার বিদ্যুৎ একই সময় চালনা করলে কোন আয়নটি ক্যাথোডে বেশি জমা হবে?
যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট 30 সেকেন্ড সময় ধরে একটি ইলেকট্রোডের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়, তবে চার্জ কত হবে?
FeSO4 এর দ্রবণে 2.0F বিদ্যুৎ আয়রন জমা হবে?
H2+ 12O2 → H2O এর জারণ বিক্রিয়ায় কী পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন?
32.75 g Zn ধাতু ক্যাথোডে সঞ্চিত করতে কী পরিমাণ তড়িৎ চার্জের প্রয়োজন?
১ মোল ইলেকট্রনের মোট চার্জ কত?
M(III) সালফেট দ্রবণে 0.1A বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে 1.0 g M জমা হয়। (ধাতু M এর পাঃ ভর 40) 1.0 g M ধাতু জমা হতে কী পরিমাণ সময় লাগবে?
500 mL 0.05 M Na2CO3 দ্রবণে কত গ্রাম Na2CO3 থাকে??
তড়িৎবিশ্লেষ্যের মধ্যদিয়ে 1A তড়িৎপ্রবাহ 1 sec ধরে চালনা করলে তড়িৎদ্বারে যে পরিমাণ ভর সঞ্চিত হয় তাকে কী বলে?
কোনো মৌলের পারমাণবিক ভর M, যোজ্যতা n হলে তার রাসায়নিক তুল্যাঙ্ক বের করার সূত্র কোনটি?
তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক কোনটি?