নিচের কোন দ্রবণের তড়িৎ পরিবাহিতা সবচেয়ে কম?
কোনটির তড়িৎ পরিবাহিতা অধিক?
সুক্রোজের দ্রবণটি-
তড়িৎবিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা মাপক যন্ত্রকে কী বলে?
সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়-
তড়িৎ বিশ্লেষণকালে ধনাত্মক আয়ন আকৃষ্ট হয় কোন তড়িৎদ্বারে?
দ্রবণে আয়নের চার্জ বিমুক্তের ক্ষমতা কীসের উপর নির্ভর করে?
আপেক্ষিক পরিবাহিতার একক কোনটি?
তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদন করা যায়-
i. Al
ii. Na
iii. Zn
নিচের কোনটি সঠিক?
পরমাণু বা মূলক তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয়-
i. ইলেকট্রন গ্রহণ করে
ii. ইলেকট্রন বর্জন করে
iii. ইলেকট্রন শেয়ার করে
দ্রবণে তড়িৎ পরিবাহিতা নির্ভর করে—
1. আয়নের পরিমাণের উপর
ii. আয়নের গতিবেগের উপর
iii. দ্রবণের ঘনত্বের উপর
Mg(OH)2 যৌগটি
i. তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ
ii. শক্তিশালী ক্ষার
iii. ইলেকট্রনীয় পরিবাহী পদার্থ
HCIO4 যৌগটি
i. শক্তিশালী তড়িৎবিশ্লেষ্য পদার্থ
ii. শক্তিশালী এসিড
iii. মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থ
NaCl, MgCl2 দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়-
i. আয়নের ঘনমাত্রা বৃদ্ধিতে
ii. আয়নের গতিবেগ বৃদ্ধিতে
iii. আয়নের ঘনমাত্রা হ্রাসে
তড়িৎদ্বারে সঞ্চিত ভর W এবং প্রবাহিত আধান Q হলে ফ্যারাডের প্রথম সূত্রানুসারে কোনটি সঠিক?
AICI3 দ্রবণে 2.0F বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে সঞ্চিত AI এর পরিমাণ-
সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থায় তড়িৎ চালনা করলে ক্যাথোডে কোনটি জমা হবে?
গলিত অ্যালুমিনার মধ্য দিয়ে 30 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 90 মিনিট যাবৎ প্রবাহিত করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে?
AgNO3 এর একটি দ্রবণে 60 মিনিট 5A বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম Ag জমা হবে?
ZnSO4 দ্রবণে 1.0℃ চার্জ প্রবাহিত করলে অ্যানোডে দ্রবীভূত জিঙ্কের পরিমাণ কত হবে?