ছেলেমেয়েদের বয়সের কোন সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে?
৮০ ওয়াটের একটি বৈদ্যুতিক ফ্যান প্রতিদিন ৯ ঘণ্টা চললে জুন মাসে কত বিদ্যুৎশক্তি খরচ হবে?
থ্যালাসিমিয়া রোগের কারণ কোনটি ?
বার্গার একটি ক্ষতিকর খাবার, কারণ এতে—
i. বেশি পরিমাণে প্রাণীজ চর্বি ও চিনি থাকে
ii. এতে ভিটামিন ও খনিজ পদার্থের অভাব রয়েছে
iii. অধিক হারে চর্বি থাকলেও চিনির পরিমাণ কম থাকে
নিচের কোনটি সঠিক?
এক পরমাণু কার্বনের সাথে চার পরমাণু হাইড্রোজেন মিলে সৃষ্ট গ্যাস কোন সার তৈরিতে ব্যবহৃত হয়?
কয়লার মূল উপাদান কোনটি
অবতল লেন্সের চশমা ব্যবহার করে কোন ধরনের ত্রুটি দূর করা যায়?
জেনেটিক বিঘ্নতা ঘটে-
i জিনের পরিবর্তনের জন্য
ii. তেজস্ক্রিয় রশ্মির জন্য
iii. ক্রোমোজোম সংখ্যা হ্রাস বা বৃদ্ধির জন্য
বোতলজাত পানি কোন পদ্ধতিতে বিশুদ্ধকরণ করা হয়?
Global warming এর ফলে নদ-নদীর-
i. পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে
ii. মাছের উৎপাদন কমে যাবে
iii. পানির অক্সিজেনের পরিমাণ কমে যাবে
করিমের দেহের ওজন ৭৫ কেজি এবং উচ্চ ১.৬ মিটার হলে তার বিএমআই কত নির্ণয় কর?
বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ-
i.মাটি দূষিত করে
ii. মরণব্যাধি রোগ সৃষ্টি করে
iii. পরিবেশের ভারসাম্য নষ্ট করে
পিত্তথলিতে পাথর শনাক্তকরণে ব্যবহৃত হয়-
পিডিসি পাইপের মনোমার কোনটি?
বাঘটি প্রতিদিন ৫ ঘণ্টা করে জ্বললে ২৫ দিনে কত শক্তি ব্যয় হবে?
উদ্দীপক অনুসারে-
i. ক্যাথোডে কপার অণু জমা হবে
ii. অক্সিজেন গ্যাস নির্গত হবে
iii. দ্রবণের ঘনমাত্রা কমে যাবে
মানুষের ২১তম ক্রোমোজোমের নন ডিসজাংশনের ফলে কোন রোগটি হয়?
রক্তরস-
i. উৎসেচক পরিবহন করে
ii. নালীবিহীন গ্রন্থি হতে নিঃসৃত রস পরিবহন করে
iii. সমগ্র দেহে অক্সিজেন পৌঁছে দেয়
মানুষের রক্তরসের প্রায় কত ভাগ পানি?
কোনটি এসিড বৃষ্টির মনুষ্য সৃষ্ট কারণ?