স্ত্রীলিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি?
একজন স্বাভাবিক বয়স্ক লোকের দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
কাছের বস্তু দেখার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করতে হয়?
রাজা-রানীর পোশাক তৈরিতে ব্যবহৃত হতো কোন তন্তু?
কোনটি তেজস্ক্রিয় মৌল?
বিস্কুট বা পাউরুটি ফোলানের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
এসিড নীল লিটমাসকে কোন রংয়ে পরিবর্তন করে?
একটি বস্তুকে গড়িয়ে দিলে কিছুদূর যাওয়ার পর থেমে গেল। কোন বলের কারণে বস্তুটি থেমে গেল?
লেন্সটি কিরূপ?
লেন্সটির ফোকাস দূরত্ব কত?
হিউমাস-
i. মাটিতে বিদ্যমান জৈব পদার্থ
ii. দেখতে কালচে রঙের হয়
iii. Fc, K, Co ইত্যাদি দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
কোনটি গ্রীন হাউস গ্যাসের উৎস?
বস্তুর ভর বেশি হলে ঘর্ষণ বল কেমন হয়?
সুনামির বৈশিষ্ট্য হচ্ছে-
i. সমুদ্রের তলদেশের প্লেট দুমড়ে দেয়
ii. টর্নেডো সৃষ্টি করতে পারে
iii. সুনামি সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না
কোনটিতে UPS ব্যবহার করা হয়?
প্লাজমিড পাওয়া যায় কোনটিতে?
সকল নেটওয়ার্কের জননী কোনটি?
এক্সরে এর সাহায্যে কোন অঙ্গের সমস্যা শনাক্ত করা যায়?
এক কিলোওয়াট সমান কত ওয়াট?
হোমোজাইগাস বলতে বোঝায়—
i. দুটি প্রকট জীন
ii. একটি প্রকট ও একটি প্রচ্ছন্ন জীন
iii. দুটি প্রচ্ছন্ন জীন