'মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান'। 'মানুষ' কবিতার এ চরণে কী প্রকাশ পেয়েছে?
হাজী শরীয়তউল্লাহর আন্দোলনের মূল লক্ষ্য ছিল-
i. বিদেশি শোষণ থেকে মুক্তি
ii. মহাজনদের অত্যাচার থেকে মুক্তি
iii. সাধারণ মানুষের অধিকার সুরক্ষা
নিচের কোনটি সঠিক?
‘আম-আঁটির ভেঁপু" গল্পের মূল সুর কী?
'আমি কোনো আগন্তুক নই' কবিতায় স্থির দৃষ্টি কার?
সুভার কোলে কে সুখনিদ্রার আয়োজন করিত?
নদী কভু পান নাহি করে নিজ জল
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান
কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান।
উদ্দীপকের চিত্রায়িত ভাবনার সাথে নিচের কোনটির বিষয়বস্তু একই ভাবনার প্রতিরূপ?
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় মেঘনা নদীর দক্ষ মাঝি কে?
বুধার চোখ লাল হয়ে যায় কেন?
'আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই'— 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
'পুরোনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়?”
উদ্দীপকে চিত্রায়িত ভাবনা কোন কবির ভাবনাকে পরিস্ফুটিত করে?
'নিয়তি' গল্পের লেখক আনন্দ ও আতঙ্কে শিউরে উঠতেন—
মহাকাব্যের মূল লক্ষ্য কী?
'বুকে চাপা মৃতের আগুন'- বলতে কী বোঝানো হয়েছে?
রানার-এর জীবনের দুঃখ কে বেশি জানে?
'সাহিত্য সন্দর্শন' বইটির লেখক কে?
ফুরায়ে এসেছে তেল- এ বাক্যে যা প্রকাশ পেয়েছে তা হলো-
'রানার' কবিতায় মিটি মিটি করে চায় কে?
উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রবিউল একজন ব্যবসায়ী। তিনি অনেক টাকার মালিক হওয়ার পরও তাঁর একমাত্র ছেলেকে ব্যবসার কাজে সম্পৃক্ত করেন। তিনি মনে করেন টাকা-পয়সা বৃদ্ধি হওয়ার সাথে সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে।
উদ্দীপকটিতে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য দেখা যায়?
উক্ত উদ্দীপকের আলোকে নিচের যে বক্তব্যটি প্রযোজ্য তা হলো-
'কপোতাক্ষ নদ' কবিতায় 'রাজা' কাকে বলা হয়েছে?