নদী কভু পান নাহি করে নিজ জল
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান
কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান।
উদ্দীপকের চিত্রায়িত ভাবনার সাথে নিচের কোনটির বিষয়বস্তু একই ভাবনার প্রতিরূপ?
রাজার মন্ত্রী-পাত্রদের রাতে কী নেই?
"তারি সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে।"- কার সাথে?
'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে প্রকাশ ঘটেছে ?
'স্বতন্ত্র' শব্দ দ্বারা বোঝায়-
'আমার পরিচয়' কবিতায় 'লাল রাজপথ' শব্দদ্বয় আমাদের ইতিহাসের কোন সময়কে বিশেষভাবে মনে করিয়ে দেয়?