মানুষ যেখানে মানুষকে ভালোবাসে সেখানে প্রতিবেশীর আঁধার ঘরে কী করে?
কবি অন্য জগতে হারিয়ে যেতে চান কেন?
'নিশুত' শব্দের অর্থ কী?
'জীর্ণ' অর্থ কী?
কী নির্ধারিত নয়?
কিসের চিন্তায় মানুষের রাতে ঘুম হয় না?
জীবন যন্ত্রণাময় হয় কিসে?
জীবনের সার্থকতা কিসে?
জীবনের মহত্ত্ব কিসে?
'ভাত' শব্দটি নিচের কোনটিকে নির্দেশ করে?
'আহার্য' কথার মানে কী?
'আশা' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
জাগতিক এই পৃথিবী ক্রমশ কেমন হয়ে উঠছে?
মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে— এখানে আত্মকেন্দ্রিক বলতে কী বোঝায়?
মানুষের সাথে মানুষের কী বাড়ছে?
কবি কাদের কাছে যেতে চেয়েছেন?
কবি সত্যিকার মানুষ বলতে কাদের বুঝিয়েছেন?
'সোনা-রূপায় পাহাড় জমায়' বলতে কবি বুঝিয়েছেন –i. অনেক অর্থ-সম্পদ জমানোii. অনেক গহনা জমানোiii. টাকা-পয়সা ও সম্পদের আধিক্য
নিচের কোনটি সঠিক?
'বিত্ত-সুখের দুর্ভাবনা' বলতে কবি বুঝিয়েছেন-
i. সম্পদের জন্য চিন্তা না করা
ii. অধিক অর্থের লোভ
iii. সম্পদ ও সুখের জন্য হাহাকার না করা
বিত্ত-সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না- আয়ু কমে কিসে?
i. অর্থ-সম্পদের লোভে
ii. রোগ-বালাইয়ে আক্রান্ত হয়ে
iii. অতিরিক্ত দুর্ভাবনায়