নিশুত রাত কেমন?
জীর্ণ বেড়ার ঘরে কে ঘুমায়?
যার কোনো দুর্ভাবনা নেই— তাকে এক কথায় কী বলে ?
জীর্ণ বেড়ার ঘরে'— এখানে 'জীর্ণ বেড়া' কী অর্থ প্রকাশ করে?
নির্ভাবনায় মানুষেরা কী করে?
নির্ভাবনায় মানুষেরা কেমন ঘরে ঘুমিয়ে থাকে?
কোথায় লোকে সোনা-রূপার পাহাড় জমায় না?
'আশা' কবিতায় লোকে কী করে না?
'আশা' কবিতায় কিসের পাহাড়ের কথা বলা হয়েছে?
'আশা' কবিতায় ‘সোনা-রূপার পাহাড়’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
'সোনা-রূপার' পাহাড়ের সঙ্গে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?
কোথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে?
কী নিয়ে মানুষ তুষ্ট থাকলে কবি সেই দেশে যাবেন?
সারা দিনের পরিশ্রমে যারা এক দিনের আহার্য খুঁজে পায় না- তারা কারা?
তুচ্ছ নিয়ে তুষ্ট থাকা মানুষেরা কোথায় থাকে?
'আশা' কবিতায় মানুষের মনে কী নেই?
কোথাকার মানুষ মানুষকে ভালোবাসতে পারে?
কাদের মনে দুরাশা গ্লানি নেই?
নেই দুরাশা গ্লানি নেই দীনতা, পরের বাক্যাংশ কোনটি ?
কার আঁধার ঘরে আলো জ্বালার কথা বলা হয়েছে?