∠A= ৫০ ডিগ্রি। এর পূরক কোণ কত ডিগ্রি ?
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬০∘ হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে-
দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ> দুই বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত হবে ?
পিতা ও পূত্রের বয়স অপেক্ষা মাতা ও ৩ পুত্রের বয়সের গড় ১১২ বছর কম। মাতার বয়স ৩০ হলে পিতার বয়স কত ?
২৩
২৫
৫৯
দুটি পরস্পরছেদী কয়টি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে?
x+y2-x-y2= কত ?
a+b=c হলে a3+b3+3abc = কত?
আরিফ তার বেতনের ২০% বাড়ি ভাড়া বাবদ ব্যয় করল এবং খাদ্য কেনার জন্য অবশিষ্ট টাকার ২০% ব্যয় করল। এই খরচ করার পর আরিফের কাছে যদি ৩২০০ টাকা থাকে তবে আরিফের মাসিক বেতন কত টাকা?
একটি কলম ও পেন্সিরের একত্রিত মূল্য ৪২ টাকা। যদি পেন্সিলের মূল্য কলমের ১/৬ অংশ হয়, তবে কলমের মূল্য কত?
একটি টেবিল ৫০০০ টাকার পরিবের্ত ৪৬০০ টাকায় বিক্রি করায় লাভ ১০% কমে গেল। টেবিলের ক্রয়মূল্য কত?
আরিফের একদিনের আয় বাবুর একদিনের আয়ের দ্বিগুণ। আরিফের আয় ১০০ টাকা কমে যায় এবং বাবুর আয় যদি ৫০ টাকা বেড়ে যায় তবে তাদের আয় সমান হবে। আরিফের একদিনের আয় কত?
একজন ছাত্র বাংলায় ৬৫ এবং ইংলিশে ৮০ নম্বর পেল। সে অঙ্ক পরীক্ষায় কত পেলে এই তিন বিষয়ে তার গড় নম্বর ৭৫ হবে?