যিনি দেবী অম্বিকার কাছে প্রার্থনা করেন?
দেবী অম্বিকার অপর রূপ কোনটি?
কালীর আরেক নাম চামুণ্ডা হয় কেন?
কালীপূজা সাধারণত যে রাতে করা হয়-
যে পুরাণে দুর্গাপূজার পদ্ধতি বর্ণনা করা হয়েছে-
i. - নন্দিকেশ্বর পুরাণ
ii. দেবী পুরাণ
iii. কালিকা পুরাণ
নিচের কোনটি সঠিক?
দেবী দুর্গার ক্ষেত্রে যা প্রযোজ্য-
i. মঙ্গলময়ী
ii. শরণযোগ্যা
iii. গৌরী
অষ্টমী তিথিতে পূজা করার সময় দেবী দুর্গাকে মহালক্ষ্মী হিসেবে যার প্রতীক বলে পূজা করা হয়-
i. সম্পদ
ii. সৌভাগ্য
iii. সমৃদ্ধি
দুর্গা প্রতিমা যেখানে বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে-
i. নদী
ii. পুকুর
iii. নিকটবর্তী জঙ্গল
বিজয়া দশমীর প্রভাব হচ্ছে-
i. পারিবারিক সংহতি বৃদ্ধি পাওয়া
ii. মায়ের ঐশ্বরিক শক্তির প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হওয়া.
iii. সামাজিক সংহতি ও সৌহার্দবোধের জন্ম নেওয়া
দেবী দুর্গা যা প্রতিষ্ঠা করেন-
i. সত্য
ii. শান্তি
iii. কল্যাণ
দেবী কালীর অন্য নামটি হলো-
i. ভদ্রকালী
ii. মা তারা.
iii. শ্যামা
বাংলাদেশের বাইরে যেখানে কালীমন্দির রয়েছে-
i. ভারতের দক্ষিণেশ্বরে
ii. কলকাতার কালীঘাটে
iii. আমেরিকার ফ্লোরিডায়
যে মহামারীর সময় রক্ষা কালী বা শ্যামা কালীর পূজা করা হয়-
i. বসন্ত
ii. কলেরা
iii. ক্যান্সার
অন্যায়কারীর কাছে দেবী কালী হলেন-
i. বিনয়ী
ii. রাগী
iii. ভয়ঙ্করী
পূজার অর্থনৈতিক প্রভাব হল-
i. বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপকরণ তৈরি করে
ii. কর্মসংস্থান সৃষ্টি হয়
iii. আর্থসামাজিক উন্নয়ন সাধিত হয়
যুদ্ধাস্ত্র হিসেবে কার্তিকের হাতে যা দেখা যায়-
i. তীর
ii. ধনুক
iii. বল্লম
শীতলাকে যে নামে অভিহিত করা হয়-
i. ঠাকুরানি
ii. করুণাময়ী
iii. দয়াময়ী
অমৃতার রোপণকৃত নিমগাছটি কোন দেবীর সাথে সংশ্লিষ্ট?
উন্তু দেবীর পূজার মাধ্যমে আমরা-
i. মাদকাসক্তি থেকে মুক্তিলাভ করতে পারি
ii. বসন্ত রোগ থেকে মুক্তিলাভ করতে পারি
iii. চর্মরোগ থেকে মুক্তিলাভ করতে পারি
সকল অন্যায় অত্যাচার ধ্বংসের সময় দেবী কালী কোন রূপ ধারণ করেন?