কোন গুণে প্রভাবিত কোনো শূদ্রের সন্তানকেও ব্রাহ্মণ পদবাচ্য হতে পারেন?
জাতকর্ম সংষ্কারের জন্মের পর পিতা যা দ্বারা সন্তানের জিহ্বা স্পর্শ করে মন্ত্রোচ্চারণ করেন-
i. যব
ii. যষ্টিমধু
iii. ঘৃত
নিচের কোনটি সঠিক?
কন্যার ক্ষেত্রে যে মাসে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম অন্নভোজন করানো হয়-
i. ৫ম মাস
ii. ৮ম মাস
iii. ১০ম মাস
দশবিধ সংস্কারের মধ্যে বর্তমানে লুপ্তপ্রায় সংস্কারটি-
i. গর্ভাধান
ii. পুংসবন
iii. সীমন্তোন্নয়ন
বিবাহের ফলে পুরুষকে স্ত্রীর যে দায়িত্ব পালন করতে হয়-
i. ভরণপোষণ করা
ii. মান ও সম্ভ্রম রক্ষা করা
iii. উচ্চশিক্ষায় শিক্ষিত করা
হিন্দু বিবাহের বিধিবিধান-
i. শাস্ত্রীয়
ii. স্ত্রী-আচার
iii. বরাচার
গায়ে হলুদ অনুষ্ঠানে বড়রা যা দিয়ে আশীর্বাদ করেন-
i. ধান
ii. দূর্বা
iii. জল
গায়ে হলুদ অনুষ্ঠানে ছোটরা নমস্কার করে হলুদ মাখিয়ে দেয়-
i. গালে
ii. কপালে
iii. হাতে
বরকে পিঁড়িতে বা আসনে বসানোর আগে কনে পক্ষের লোকজন বরকে বরণ করে-
i. বরণ-কুলা দিয়ে
ii. ফুল-মালা দিয়ে
iii. প্রজ্বলিত ঘৃত প্রদীপ দিয়ে
সম্প্রদান কর্তা দেবতাদের নাম উচ্চারণ করে যে পরিবেশের মধে কন্যা সম্প্রদান করেন-
i. উলুধ্বনি
ii. শঙ্খধ্বনি
iii. আনন্দঘন
বিবাহ আসরের চারদিকে সাতবার ঘোরে-
i. বর
ii. কনে
iii. দেবপুরোহিত
বাসী বিয়ের দিন বাড়ির উঠানে তৈরি করা হয়-
i. বেদী
ii. নকল পুকুর
iii. নকল জঙ্গল
বৌভাতে আগমন করে-
i. আত্মীয়স্বজন
ii. এলাকাবাসী
iii. বিদেশি
কোন্ দেবতাকে ষড়ানন বলা হয়?
কোন তিথিতে শীতলা দেবীর পূজা করা হয়?
দুর্গা স্নানের জন্য প্রয়োজন হয় কোন মিলিত স্থানের মাটি?
i. তিন রাস্তা
ii. দুই রাস্তা
iii. চার রাস্তা
শুক্লার ক্রয়কৃত গাছটি কোন দেবতার সঙ্গে সংশ্লিষ্ট?
শুক্লার বৃক্ষ পরিচর্যার মধ্য দিয়ে মূলত প্রকাশ পেয়েছে-
i. ঈশ্বরের প্রতি ভালোবাসা
ii. বৃক্ষপ্রীতি
iii. সৌন্দর্য বর্ধন
'বিধানদের গ্রামে কোন পূজার আয়োজন করা হয়?
বিকাশদের গ্রামে অনুষ্ঠিত পূজার মাধ্যমে-
i. ঈশ্বরের পূজা করা হয়
ii. বৃক্ষসচেতন হওয়া যায়
iii. পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হওয়া যায়