ভগবান শ্রীবিষ্ণুই হলেন-
জীব ও জগতের জন্য অনেক লীলা করেছেন কে?
বিষ্ণুকে পরমানন্দ বলা হয় কেন?
সনাতন ধর্ম বা হিন্দুধর্ম অনুসারে, স্রষ্টাকে যে নামে অভিহিত করা হয়েছে-
i. ব্রহ্ম'
ii. ঈশ্বর
iii. ভগবান
নিচের কোনটি সঠিক?
ঈশ্বর হলেন জগতের-
i. সৃষ্টিকর্তা
ii. পালনকর্তা
iii. ধ্বংসকর্তা
ঈশ্বরের ক্ষেত্রে যা প্রযোজ্য-
i. দয়াময়
ii. রসময়
iii. আনন্দময়
অবতারগণের ক্ষেত্রে যা প্রযোজ্য-
i. সর্বজন শ্রদ্ধেয়
ii. অতিলৌকিক ক্ষমতাসম্পন্ন
iii. সাধারণ ক্ষমতাসম্পন্ন
যে কারণে ঈশ্বর নানারূপে পৃথিবীতে অবতীর্ণ হন বা নেমে আসেন-
i. দুষ্টের দমন
ii. শিষ্টের পালন
iii. ধর্ম রক্ষা
স্রষ্টাকে আমরা যে নামে ডাকি-
i. পরমেশ্বর
ii. আত্মা
iii. পরমাত্মা
ঈশ্বর যেখানে পরিব্যাপ্ত -
i. সর্বজীবে
ii. সমগ্র বিশ্বে
iii. শুধু পৃথিবীতে
নির্দিষ্ট গতিপথে আবর্তিত হচ্ছে-
i. গ্রহ
ii. উপগ্রহ
iii. শনি
পৃথিবী যা দ্বারা গঠিত-
i. মাটি
ii. জল
iii. আলো-বাতাস
স্রষ্টা জগতে অবতাররূপে অবতীর্ণ হন যখন-
i. বিশ্বে ধর্ম কমে যায়
ii. বিশ্বে ধর্ম বেড়ে যায়
iii. বিশ্বে অধর্ম বেড়ে যায়
জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগকে কী বলে?
সন্ন্যাস শব্দের অর্থ কী?
গার্হস্থ্য কলিযুগের জন্য উত্তম আশ্রম, কারণ-
i. এর মধ্যে থেকে মানুষ সমাজের প্রতি তার কর্তব্য পালন করে
ii. জাগতিক সকল কর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বর চিন্তাতেই মগ্ন থাকেন
iii. এতে মানুষের জীবন সার্থক ও কল্যাণময় হয়
ঈশ্বরে কর্মফল অর্পণে গোবিন্দ বাবুর মূল লক্ষ্য ছিল কোনটি?
গোবিন্দ বাবুর অভীষ্ট লক্ষ্য অর্জিত না হওয়ার কারণ কী?
ঈশ্বরে বিশ্বাস হলো-
জন্মান্তরবাদ হলো-