'মানবধর্ম' কবিতায় 'জোতের' বলতে কী বোঝানো হয়েছে?
কবি 'জাত' বলতে কী বুঝিয়েছেন?
‘কূপজল' শব্দের শাব্দিক অর্থ কী?
‘মানবধর্ম' কবিতায় 'গঙ্গাজল' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
কাদের কাছে গঙ্গাজল পবিত্রতার প্রতীক?
'জেতের ফাতা' বলতে 'মানবধর্ম' কবিতায় কী বোঝানো হয়েছে?
কোন কবিতাটি মূলত গান?
কে ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে'- গানটি রচনা করেন?
লালন শাহ্ মানুষের কোন দিকটি নিয়ে 'মানবধর্ম' কবিতায় প্রশ্ন উত্থাপন করেছেন?
কোন বিষয়টি 'মানবধর্ম' কবিতার মূল প্রতিপাদ্য?
শুন হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। —উদ্ধৃতাংশের মূলভাব নিচের কোন কবিতার ক্ষেত্রে প্রযোজ্য?
সাধক লালন শাহ্ কোনটিকে গুরুত্বপূর্ণ মনে করেন না?
'মানবধর্ম' কবিতায় প্রকাশ পেয়েছে কবির -
'সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই”— পত্তিটিতে 'মানবধর্ম কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
লালন শাহ্ মনে করেন -
মানুষ তসবি ও জপমালা ধারণ করে না—
i. জন্মের সময়
ii. বিবাহের সময়
iii. মৃত্যুর সময়
নিচের কোনটি সঠিক?
'মানবধর্ম' কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা জানতে পারবে—
i. জাত-ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না
ii. মানুষের আসল পরিচয় সে মানুষ
iii. স্বদেশের মানুষকে ভালোবাসা
'মানবধর্ম' কবিতায় প্রকাশ পেয়েছে—
i. মানুষ হিসেবে পরিচয় সবচেয়ে বড়ii. সম্প্রদায়ের পরিচয় সবচেয়ে বড় নয়iii. ধর্মের পরিচয় সবচেয়ে বড় নয়
মানুষ সকলেই সমান—
i. ক্ষুধা-তৃষ্ণার অনুভূতিতে
ii. জন্ম-মৃত্যুর সময়
iii. তীর্থ যাত্রার সময়
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান - পঙ্ক্তিতে 'মানবধর্ম' কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
i. সাম্প্রদায়িক চেতনাii. অসাম্প্রদায়িক চেতনাiii. মানুষের জয়গান