সুমনের বড় বোনকে পাত্রপক্ষ দেখতে এসে বংশপরিচয় নিয়ে প্রশ্ন তোলে। ‘মানবধর্ম' কবিতা অনুসারে উক্ত পরিচয় কীরূপ?
জলের ভিন্ন ভিন্ন নাম হওয়ার কারণ—
i. স্থান, পাত্রের অবস্থানii. জাতের বৈশিষ্ট্যেiii. দৃষ্টিভঙ্গির পার্থক্য
নিচের কোনটি সঠিক?
'ব্রাহ্মণ-চণ্ডাল চামার মুচি
এক জলেতে হয় গো শুচি। '
উদ্দীপকটিতে 'মানবধর্ম' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
i. মানুষের বিভিন্নতায়ii. মানুষের অভিন্নতায়iii. জাতের সমতায়
গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই
নহে কিছু মহীয়ান-
উক্ত চরণে 'মানবধর্ম' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
কাজী নজরুল ইসলাম ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসতেন । তোমার পঠিত কোন কবিতায় নজরুলের এই মানসিকতার প্রতিফলন ঘটেছে?
উদ্দীপকে 'মানবধর্ম' কবিতার কোন দিক উম্মোচিত হয়েছে?
উক্ত দিকটি 'মানবধর্ম' কবিতায় ব্যক্ত করেছে—
i. ধর্মের অভেদii. অসাম্প্রদায়িকতাiii. মনুষ্যধর্ম
উদ্দীপকের মর্মবাণী 'মানবধর্ম' কবিতার কোন চেতনার সমার্থক?
উদ্দীপকটিতে ফুটে উঠেছে—
i. দৃষ্টিগ্রাহ্য স্বাতন্ত্র্য মানুষে মানুষে পার্থক্য নির্দেশ
ii. মৌলিক বিবেচনায় সকল মানুষ অভিন্ন
iii. নহে আশরাফ আছে যার শুধু বংশপরিচয়
উদ্দীপকের সাথে ভাবগত মিল রয়েছে যে কবিতার -
উক্ত সাদৃশ্যের ভিত্তি নিচের কোনটি?
উদ্দীপকটিতে 'মানবধর্ম' কবিতার কী প্রকাশ পেয়েছে?
যেদিক থেকে উদ্দীপকটিকে 'মানবধর্ম' কবিতাটির মূলসুর বলা যায়—
i. ধর্মের ভেদাভেদii. অসাম্প্রদায়িকতাiii. মনুষ্যধর্ম
উদ্দীপকের বিষয়বস্তুতে নিচের কোন কবিতার বিপরীত ভাব ফুটে উঠেছে?
উক্ত কবিতায় প্রধান হয়ে উঠছে—
i. অসাম্প্রদায়িক চেতনা
ii. মানবিক পরিচয়ের প্রাধান্য
iii. সমান অধিকারের গুরুত্ব
'মানবধর্ম' কবিতায় ফুটে উঠেছে—
i. মনুষ্যধর্মের স্বরূপii. জাত-পাতের তুচ্ছতাiii. মানবতাবোধ
'কয়' শব্দটি কী অর্থ প্রকাশ করে?