অতিথি ও গল্প কথকের মধ্যে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে-
খাওয়া হয়েছে তো রে? কী খেলি আজ?'- এ জিজ্ঞাসা কার প্রতি?
লেখকের সামনে কুকুরটি ভিজে ভিজে চোখ নিয়ে দাঁড়াল কেন?
কে গোপনে লেখকের কাছে নালিশ জানাতে চায়?
মালি-বৌ কেন কুকুরটিকে তাড়িয়ে দেয়?
শরীর ভালো না হলেও গল্পকথককে দেওঘর থেকে বিদায় নিতে হলো কেন?
'তবু দিন-দুই দেরি করলাম নানা ছলে' – লেখক কেন দেরি করেছিলেন ?
অতিথি কাদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগল?
‘কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগল'— এখানে 'খবরদারি' শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
“তার উৎসাহই সবচেয়ে বেশি"- 'অতিথির স্মৃতি' গল্পে অতিথির এমন উৎসাহের কারণ কী?
'তার উৎসাহই সবচেয়ে বেশি'— 'অতিথির স্মৃতি' গল্পে এ উৎসাহ কার?
গল্পকথককে ট্রেনে তুলে দিতে যাওয়া সবাই বকশিশ পেলেও বাকি রইল কে?
'যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম'— এখানে 'ঝাপসা’ কথাটিতে কী প্রকাশ পেয়েছে?
ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ খুঁজে পেলেন না কেন?
নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো এক ফাঁকে কুকুরটি গল্প কথকের ঘরটা খুঁজে দেখবে কেন?
'ভজন' শব্দের অর্থ কী?
ড্রেনে পড়া বিড়ালছানাটিকে নিজ হাতে তুলে রাস্তার ধারে রাখলেন ব্যারিস্টার আকমল সাহেব।
উদ্দীপকের আকমল সাহেবের চেতনা কোন রচনায় প্রকাশিত?
অতিথির স্মৃতি' গল্পে মধ্যবিত্ত গৃহস্থের মেয়েরা মাটি পর্যন্ত কাপড় পরত—
i. বিকৃতি আড়াল করতে
ii. চিকিৎসকের আদেশে
iii. লজ্জার কারণে
নিচের কোনটি সঠিক?
দরিদ্র ঘরের মেয়েটি নিজের দেহটাকে টানতে পারছিল না -
i. অসুস্থতার কারণে
ii. দুর্বলতার কারণে
iii. বাতব্যাধিগ্রস্ত হওয়ায়
ভোর হতে না হতে হাজার রকমের পাখি ওই এলাকায় ভিড় করত, কারণ-
i. পাখিদের বসবার মতো পর্যাপ্ত গাছ ছিল
ii. এলাকটি পাখিদের অভয়ারণ্য ছিল
iii. বাগান বাড়ি বলে পাখিদের আড্ডার উপযুক্ত ছিল