লোকশিল্পের ভেতর দিয়ে কীসের প্রকাশ ঘটে?
লোকশিল্পের মাধ্যমে মানুষের কোন গুণের প্রকাশ ঘটে?
"মায়ের হাতের নকশিকাথায় মায়ের পরণ পাই, মাটির হাঁড়ি, কাঁসার বাসন আনন্দের শেষ নাই।” উদ্দীপকটিতে আমাদের লোকশিল্প' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা হলো—
লোকশিল্প আল লুপ্তপ্রায় কেন?
ঢাকাই মসলিনের ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য-
i. দুনিয়া জুড়ে সমাদৃত
ii. বিদেশি কারিগর দিয়ে তৈরি
iii. অতি সূক্ষ্ম সূতা দিয়ে বোনা
নিচের কোনটি সঠিক?
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে পরিচালিত স্বদেশি আন্দোলনের বৈশিষ্ট্য ছিল-
i. বিলাতি পণ্য বর্জন
ii. দেশে তৈরি পণ্য ব্যবহার
iii. দেশীয় শিল্পের প্রচার ও প্রসার
‘কেউবা রঙিন কাঁথা মেলিয়া বুকের স্বপনখানি তারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী আখর টানি।’ উদ্দীপকে 'আমাদের লোকশিল্প' প্রবন্ধে উল্লিখিত নকশিকাঁথা সম্পর্কে যে বিষয়ের ইঙ্গিত রয়েছে-
i. নারীর জীবনালেখ্যii. নারীর বিরহ-মিলনের কথাiii. পারিবারিক কাহিনি
নকশিকাঁথার প্রতিটি সুচের ফোঁড়ের মধ্যে ফুটে উঠেছে—
i. এক একটি পরিবারের কাহিনি
ii. শিল্প নৈপুণ্য
iii. রং-বেরঙের নকশা
কোন কোন এলাকায় তাঁতশিল্পের মৌলিক বৈশিষ্ট্য দেখা যায়?
i. ঢাকা ও টাঙ্গাইল
ii. শাহজাদপুর ও কুমিল্লা
iii. চট্টগ্রাম
তাঁতশিল্প শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠার কারণ—
i. ভৌগোলিক অবস্থান
ii. অনুকূল আবহাওয়া
iii. পরিবহন সুবিধা
মসলিনের সাথে আমদানি শাড়ির সম্পর্ক রয়েছে -
i. ঐতিহ্যে
ii. কারিগরি দক্ষতায়
iii. মূল্যমানে
পোড়ামাটির তৈজসপত্র তৈরির সাথে জড়িত –
i. পালপাড়ার অধিবাসীরা
ii. কামারপাড়ার অধিবাসীরা
iii. কুমোরপাড়ার অধিবাসীরা
বর্তমানে তামা-পিতলের তৈজসপত্রের কদর দেখা যায় -
i. ঘর সাজানোর কাজে
ii. উপহার দেওয়ার কাজে
iii. সৌন্দর্যবর্ধনের কাজে
আমাদের দেশে গ্রামের ঘরে ঘরে তৈরি হয় -
i. শিকা
ii. হাতপাখা
iii. ফুলপিঠা
প্রতীকধর্মী পুতুল তৈরি করতে প্রয়োজন –
i. তীক্ষ্ণ চিন্তাশক্তি
ii. প্রখর বাস্তবতাবোধ
iii. কারিগরি দক্ষতা
সোলা ব্যবহৃত হয় -
i. পুতুল তৈরিতে
ii. টোপর তৈরিতে
iii. সানকি তৈরিতে
লোকশিল্পের দ্বারা সম্ভব-
i. বেকারত্ব দূর করা
ii. স্বাবলম্বী হওয়া
iii. অর্থনৈতিক উন্নয়ন
লোকশিল্প সংরক্ষণে প্রয়োজন -
i. সচেতনতা
ii. লোকশিল্পের গুরুত্ব বোঝা
iii. সুপরিকল্পিত উপায়
লোকশিল্প সংরক্ষণে আমাদের করণীয়—
i. সকলকে এ কাজে উৎসাহিত করব।ii. লোকশিল্পের জিনিস কিনবiii. এ কাজে সম্পদের সহায়তা করব
শাহিদার হাতের কাজটি 'আমাদের লোকশিল্প' প্রবন্ধে উল্লিখিত কোন শিল্পের প্রতিনিধিত্ব করে?