কোন লোকশিল্পে শিল্পীমনের অভাবনীয় পরিচয় পাওয়া যায়?
কোন ধরনের কাজকে হাসিয়া বলে?
খাট-পালঙ্ক, খুঁটি-দরজা ইত্যাদির কাঠে যে কারুকাজ করা হয় তাকে কী বলে?
'হাসিয়া' হচ্ছে-
বরিশালে কাঠের তৈরি কোন বস্তুটি বেশ নিপুণ?
মাদুরের জন্য কোন জেলা বেশ পরিচিত?
শীতলপাটির জন্য কোন জেলা বিখ্যাত?
হাতির দাঁতের শীতলপাটি তৈরি করেছিলেন কোন পরিবার?
'আমাদের লোকশিল্প' প্রবন্ধে এ দেশের লোকশিল্পের অতুলনীয় নিদর্শন কোনটি ?
হাতির দাঁতের শীতলপাটি কোথায় সংরক্ষিত আছে?
প্রয়োজনের চেয়েও সৌন্দর্যপ্রিয়তা প্রাধান্য পায় কোন লোকশিল্পে?
কোনটি আমাদের দেশে অপ্রতুল নয়?
আমাদের দেশে কোন শিল্পের সৃজনশীল নমুনা পাওয়া যায়?
নিচের কোনটি লোকশিল্পের অন্যতম উপকরণ?
কোনটি তৈরি করা আমাদের দেশের মেয়েদের একটি সহজাত শিল্পগুণ?
কোনটি প্রতীকধর্মী?
আমাদের লোকশিল্পের কোন উপকরণটি দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে?
লোকশিল্প সংরক্ষণের দায়িত্ব কার?
লোকশিল্প সম্প্রসারণের মাধ্যমে আমরা আমাদের কোন সমস্যার কিছুটা সমাধান করতে পারি?
শুধু চোখ দিয়ে তাকালে হবে না, হৃদয় দিয়ে তাকাতে হবে, – এখানে 'হৃদয় দিয়ে তাকানো' বলতে কী বোঝানো হয়েছে?