কোন যন্ত্রের সাহায্যে মধ্যাহ্নে সূর্যের উন্নতি পরিমাপ করা হয়?
সূর্য যেদিন যে অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দেয় সেটিই সূর্যের সেদিনের -
কোনটির সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়?
উত্তর মেরুতে ধ্রুবতারাকে ঠিক কোথায় দেখা যায়?
উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি—
উত্তর মেরুর অক্ষাংশ কত?
লন্ডনের নিকটে গ্রিনিচ শহরের উপর দিয়ে উত্তর হতে দক্ষিণে যে রেখা অতিক্রম করেছে তার নাম কী?
নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে কোন জায়গায়?
মূল মধ্যরেখার বৈশিষ্ট্য হলো, এটি--
গ্রিনিচ কোথায় অবস্থিত?
নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে সকল রেখা কল্পনা করা হয়েছে সেগুলোকে কী বলে?
দ্রাঘিমারেখার অপর নাম কী?
পৃথিবীর কোন দিকের স্থানগুলোতে সূর্য প্রথমে আলো দিতে শুরু করে।
আকাশে সূর্যের অবস্থান দেখে যে সময় নির্ণয় করা হয় তাকে বলে-
সমগ্র পৃথিবীর প্রমাণ সময় কোন শহরের দ্রাঘিমার ভিত্তিতে ঠিক করা হয়েছে?
কোন দ্রাঘিমার স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় হিসাবে গ্রহণ করা হয়েছে?
বাংলাদেশ সময় দুপুর ১২-৩০ মিনিট হলে গ্রিনিচে সময় কত হবে?
কোনো দ্রাঘিমার স্থানীয় সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরা হয়?
বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
কোনো দেশের মধ্যভাগের কোনো স্থানের দ্রাঘিমা অনুযায়ী যে সময় নির্ণয় করা হয় তাকে কী বলে?