উক্ত জ্যোতিষ্কটির বৈশিষ্ট্য হলো—
i. সন্ধ্যাতারা
ii. সূর্যের সবচেয়ে নিকটস্থ গ্রহ
iii. কোনো উপগ্রহ নেই
নিচের কোনটি সঠিক?
হাবিবের দেখানো গ্রহটির নাম কী?
উক্ত গ্রহটির বৈশিষ্ট্য হলো—
i. উপগ্রহ সংখ্যা ২৭টি
ii. হালকা পদার্থ দিয়ে গঠিত
iii. মিথেন গ্যাসের পরিমাণ বেশি
সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাস গ্রহের কত সময় লাগে?
মহাকাশচারী গ্যাগারিন কত তারিখে পৃথিবীকে প্রদক্ষিণ করেন?.
১৯৬১ সালে কোন মহাকাশচারী পৃথিবীকে প্রদক্ষিণ করেন?
ইউরি গ্যাগারিন কীসে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেন?
পৃথিবীর প্রকৃত আকৃতি অনেকটা কীসের মতো?
মহাকাশচারী নীল আর্মস্ট্রং ও এডউইন অ্যালড্রিন চন্দ্রপৃষ্ঠ থেকে পৃথিবীকে দেখেন কোন তারিখে?
পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত?
পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?
পৃথিবীর আকার-আকৃতি সম্পর্কে বলা যায়-
i. নিরক্ষীয় ও মেরুদেশীয় ব্যাস ভিন্ন
ii. সম্পূর্ণ গোলাকার নয়
iii. নিরক্ষীয় পরিধি সবচেয়ে কম
সমগ্র পৃথিবীর মধ্যে কোনো একটির অবস্থান জানতে দরকার—
দ্রাঘিমারেখাকে কী বলা হয়?
দ্রাঘিমারেখার অবস্থান হতে কী জানা যায়?
পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে কী বলে?
উত্তর-দক্ষিণে কল্পিত অক্ষরেখার উত্তর-প্রান্ত বিন্দুকে কী বলে?
উত্তর-দক্ষিণে কল্পিত অক্ষরেখার দক্ষিণ-প্রান্ত বিন্দুকে কী বলে?
নিরক্ষরেখার দক্ষিণ দিকের অংশকে কী বলে?
উত্তর মেরু বা সুমেরু ও দক্ষিণ মেরু বা কুমেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে কী বলে?