'Geo' অর্থ কী?
পৃথিবী পৃষ্ঠের প্রাণিজ এবং উদ্ভিদের বণ্টন ভূগোলের কোন শাখায় আলোচিত হয়?
Graphy অর্থ কী?
অধ্যাপক কার্পরিটার ভূগোলকে কী বলে আখ্যায়িত করেন?
প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গঠিত পরিবেশকে কী বলে?
নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত নয়?
রাজনৈতিক বিবর্তন, রাজনৈতিক পরিসীমা এর মধ্যস্থিত ভৌগোলিক বিষয় ইত্যাদি কোন ভূগোলের আলোচ্য বিষয়?
ভূগোলের কোন শাখায় জোয়ার-ভাটা নিয়ে আলোচনা করে?
পৃথিবীর গঠন প্রক্রিয়া কোন ভূগোলের অন্তর্ভুক্ত?
গ্রাম, শহর, নগরের ক্রমবিকাশ ভূগোলের কোন শাখায় আলোচিত হয়?
মানুষের তৈরি পরিবেশকে কী বলা হয়?
ভূগোলে পৃথিবীকে কী হিসেবে বর্ণনা করা হয়?
স্থান ও কালের সাথে পরিবর্তিত হয় কোনটি?
কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ নির্ণয় করা কোন ভূগোলের আলোচ্য বিষয়?
পরিবেশের উপাদান কয়টি?
ইরাটোসথেনিস কোন দেশের অধিবাসী ছিলেন?
ভূগোলের প্রধান কাজ হলো?
ভূমিরূপের গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায় ?
প্রকৃতির সকল উপাদান মিলেমিশে কোনটি তৈরি হয়?
অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় -
i. কৃষিকাজ
ii. শহর ও নগর
iii. বনজ সম্পদ ও খনিজ সম্পদ
নিচের কোনটি সঠিক?