কোন ভূগোলবিদ বলেছেন, “ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান" ?
ইরাটসথেনিস কোন দেশের ভূগোলবিদ?
কোন শাখাটি মানব ভূগোলের অন্তর্ভুক্ত?
আহনাফ বৃক্ষ কেটে ভবন তৈরি করল এবং জলাশয় ভরাট করে রাস্তা বানাল।
আহনাফের কর্মকাণ্ডটি ভূগোলের কোন শাখার অন্তর্গত?
'Geography' শব্দের অর্থ-
“ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান”— সংজ্ঞাটি কার?
একজন কৃষকের কৃষি কাজ কোন ধরনের ভূগোলের আলোচ্য বিষয়?
ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন?
“জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে।”- উক্তিটি কার?
কোন ভূগোলবিদ ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন?
অথবা, ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন' কে?
মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি?
“পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল।” সংজ্ঞাটি কে দিয়েছেন?
অথবা, “পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল"- উকিটি কার?
কোন বিষয়টি নিয়ে জীব-ভূগোল আলোচনা করে?
লবণাক্ততা নির্ধারণ ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?
ভূগোলের কোন শাখায় ক্ষয়ীভবন সম্পর্কে আলোচনা করা হয়?
'Geography' শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
অথবা, কে প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন?
কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত বিষয় ?
ইরাট থেনিস কোন দেশের ভূগোলবিদ?
“পরিবেশ বুলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়” – উক্তিটি কে বলেছেন?
কোন বিষয়টিকে সকল প্রকৃতি বিজ্ঞানের জননী বলা হয়?