মানচিত্রে কোন অঞ্চলটিতে বৃষ্টিপাত অপেক্ষাকৃত কম?
মানচিত্রে কোন অঞ্চল দুটির আবায়া তুলনামূলক স্বাস্থ্যকর?
এই স্তরটির নাম কী?
উদ্দীপকে উল্লেখিত স্তরটির বৈশিষ্ট্য হল-
i. এটি একটি গ্যাসীয় আবরণ
ii. এর বর্ণ, গন্ধ ও আকার নেই।
iii. এটি খালি চোখে দেখা যায় না।
নিচের কোনটি সঠিক?
শিক্ষক কোন স্তরটির কথা বলেছেন?
উক্ত স্তরটির বৈশিষ্ট্য হলো-
ii. এর বর্ণ, গন্ধ ও আকার নেই
iii. অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়
চিত্রে কোন ধরনের বৃষ্টিপাত দেখানো হয়েছে?
বাংলাদেশের কোন অঞ্চলে এ ধরনের বৃষ্টিপাত হয়?
যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কী বলে?
ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিমি. পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত?
কী কারণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের চারদিকে জড়িয়ে থেকে অনবরত আবর্তন করছে?
বায়ুমণ্ডলের কত ভাগ উপাদান ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিমি. এর মধ্যে সীমাবদ্ধ?
বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত?
বায়ুমণ্ডলের আনুমানিক বয়স কত?
বায়ুমণ্ডল প্রধানত কত প্রকার উপাদান দ্বারা গঠিত?
বায়ুমণ্ডলের প্রধান উপাদান দুটি কী কী?
বায়ুমণ্ডলে নাইট্রোজেন শতকরা কত ভাগ?
বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত ভাগ?
কোনটি বায়ুমণ্ডলের উপাদান নয়?
বায়ুমণ্ডলে CO2 এর পরিমাণ কত?