ট্রপোমণ্ডল স্তরে সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় কত ডিগ্রি তাপমাত্রা হ্রাস পায়?
বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী?
ওজোন স্যালটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
CFC গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার পরোক্ষ ফল কোনটি?
কোন ধরনের বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয়ে থাকে?
বায়ুমণ্ডলের জলীয়বাষ্পের পরিমাণ-
কোনটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর?
প্রাচীনকালে বাণিজ্য জাহাজগুলো কোন বায়ু অনুসরণ করে যাতায়াত করত?
বাংলাদেশে মহাদেশীয় বায়ু প্রবাহিত হয় কখন?
বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলাচবল করে?
পাহাড়ে বাধা পেয়ে যে বৃষ্টিপাত হয় তাকে বলা হয়-
পৃথিবীর কোথায় পরিচলন বৃষ্টিপাত হয়?
গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—
i. শিল্পায়ন
ii. যানবাহনের সংখ্যা বৃদ্ধি
iii. কৃষির সম্প্রসারণ
নিচের কোনটি সঠিক?
৪০° থেকে ৪৭° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ -
i. সবচেয়ে বেশি
ii. অত্যাধিক ক্ষিপ্ৰ
iii. গর্জনশীল চল্লিশ
বায়ু সর্বদা একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয়-
i. তাপের তারতম্যের জন্য
ii. গতির পার্থক্যের জন্য
iii. চাপের পার্থক্যের জন্য
মৌসুমি বায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো—
i. এটি একটি আঞ্চলিক বায়ু
ii. ঋতু আশ্ৰয়ী বায়ু
iii. শীত ও গ্রীষ্ম ঋতুভেদে এ বায়ুর দিক পরিবর্তন হয়
সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেলে পানির নিচে ডুবে যাবে -
i. নোয়াখালি
ii. বরিশাল
iii. সাতক্ষীরা
কাকলি দিনের বেলা কুয়াটাকটায় কোন বায়ু প্রবাহ দেখতে পেল?
এ ধরনের বায়ু প্রবাহের জন্য উক্ত এলাকার আবহাওয়া-
i. উষ্ণ হয়
ii. শীতল থাকে
iii. আরামদায়ক হয়