নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি 4 গুণ করলে বেগ কতগুণ হবে?
গতিশক্তি তিনগুণ হলে বেগ কতগুণ হয়?
কোন বস্তুর বেগ 4 গুণ করা হলে এর গতিশক্তি কতটুকু বাড়বে?
কোনো বস্তুর বেগ ও গুণ করা হলে এর গতিশক্তি বাড়ে-
একটি বস্তুর বেগ কত হলে, তাদের ভরবেগ ও গতিশক্তির মান সমান হবে?
m ভরের একটি বস্তু 20m, 30m, 40m ও 50 m উপরে রাখা হলো। কোন অবস্থান থেকে বস্তুটি ছেড়ে দিলে গতিশক্তি সবচেয়ে বেশি হবে?
500 N বল প্রয়োগে কোন বস্তুর বলের দিকে সরণ 50 m হলে কৃত কাজের পরিমাণ কত?
6 kg ভরের বস্তুর উপর 10 N বল প্রয়োগ করায় বলের দিকে বস্তুর সরণ 6 m হলে কৃতকাজের পরিমাপ কত?
20 kg ভরের একটি বস্তু 100 m দূরত্ব অতিক্রম করলে কাজ কত হবে?
কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলে?
নিচের কোনটি শক্তির একক?
শক্তির মাত্রা কোনটি?
বস্তুর গতিশক্তি কোনটির উপর নির্ভর করে?
একটি হাল্কা ও একটি ভারী বস্তুর ভরবেগ একই। কোনটির গতিশক্তি বেশি?
12 mv2 কে নিচের কোন রূপে লেখা যায়?
কোনো গতিশীল বস্তুর গতিশক্তি 27 গুণ হবে যদি বস্তুর-
শক্তির সবচেয়ে সাধারণ রূপ নিচের কোনটি?
কোনো নির্দিষ্ট ভরের কোনো বস্তুর বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে?
গতিশক্তি 9 গুণ হলে বস্তুর বেগ কত হবে?