কোন সূত্রের সাহায্যে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব?
প্রকৃতিতে ইউরেনিয়াম এর পরিমাণ কত?
যদি কোনো শৃঙ্খলিত বিক্রিয়ায় ফিশন প্রক্রিয়ায় 1 kg ভর লোপ পায়, তবে নির্গত শক্তি হয়-
ফিউশনের জ্বালানি কোনটি?
নিউক্লিয়ার রি-অ্যাকটরে জ্বালানি হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
ইউরেনিয়ামের চেইন বিক্রিয়ায় দ্বিতীয় ধাপে কতটি নিউট্রন নির্গত হয়?
নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউট্রন শোষণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
ইউরেনিয়ামের অর্ধায়ু কত বছর?
কত বর্গ কি.মি. এলাকায় সূর্যের আলো থেকে তাপ হিসেবে প্রায় 5000 MW শক্তি পাওয়া যাবে?
520 MeV = ?
নিউক্লিয় বিক্রিয়ায় কোনটির সাথে নিউট্রনের বিক্রিয়া ঘটানো হয়?
500 kg ভরের একটি বস্তু 20 m s¹ বেগে চলছে। বস্তুটিতে 0.5 m s-2 মন্দন সৃষ্টি করলে 10s পরে এর গতিশক্তি হবে-
একক ভরের একটি বস্তুর বেগ এক একক হলে ঐ বস্তুর গতিশক্তি কত একক?
5 kg ভরের একটি বস্তুকে 50m উঁচু দালানের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো। ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে গতিশক্তি কত হবে?
50 kg ভরের এক বালক 7 m s-1 বেগে দৌড়ালে তার গতিশক্তি কত হবে?
5 ms-1 বেগে গতিশীল 10 kg ভরের একটি বস্তুর উপর গতির দিকে আরও 20.3 শক্তি প্রদান করা হলো। বস্তুটির বেগ কত হবে?
60 km/h গতিতে চলমান একটি গাড়ি থামাতে ব্রেক প্রয়োগ করা হলো। গাড়িটির ভর 5000 kg হলে, এর গতিশক্তি কত জুল?
6 ms-1 বেগে গতিশীল 70 kg ভরের কোনো লোকের গতিশক্তি কত?
70 kg ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715J হলে তার বেগ কত ms-1?
90 kg ভরের একটি মোটর সাইকেল 50 kmh-1 বেগে চললে এর গতিশক্তি কত জুল (J) হবে?