বন্দুকের গুলির আঘাত মারাত্মক হলেও এর পশ্চাৎ বল বন্দুক ব্যবহারকারীর জন্য সহনশীল হয়, কারণ-
i. বন্ধুকটির ভর বেশি হওয়ায় পশ্চাৎ বেগ কম
ii. বন্দুক ব্যবহারকারীকে বেশি ক্ষেত্রফলে বল প্রয়োগ করে
iii. ক্রিয়া ও প্রতিক্রিয়া বল অসমান হওয়ায়
নিচের কোনটি সঠিক?
ঘর্ষণ সীমিত করার উপায় হলো-
ⅰ. ঘর্ষণ তলকে মসৃণ করা
ii. লুব্রিক্যান্ট ব্যবহার করা
iii. ঘর্ষণ গুণাঙ্ক কম এমন যন্ত্রাংশ ব্যবহার করা
নিচের কোনটি কাজের একক?
কাজের মাত্রা কোনটি?
বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ বেশি হলে-
বল প্রয়োগ সত্ত্বেও বস্তু স্থির থাকলে কাজের পরিমাণ কী হয়?
প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ শূন্য হলে কৃতকাজ কেমন হবে?
একটি বৃত্তাকার পথে একজন লোক একটি বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে, নির্দিষ্ট সময় পর আবার সেই বিন্দুতে ফিরে এল। এক্ষেত্রে কৃতকাজ হবে -
1 Nm = কত?
নিচের ম্যাচ বাক্সের কাঠি দিয়ে বাক্সে 3N বলে ঘষা হলো। কাঠিটিকে 4 cm টানা হলে কাঠি ঘষতে কত শক্তি ব্যয় হলো?
নিশাত মজুমদার 10 kg মালামাল নিয়ে 850 m উঁচু একটি পাহাড়ে আরোহণ করলেন। তার নিজের ভর 55 kg। তার দ্বারা কৃতকাজের পরিমাণ কত?
25 N বল কোন স্প্রিংকে টেনে 10 cm বৃদ্ধি করে। স্প্রিংকে 6 cm প্রসারিত করতে কত কাজ সম্পন্ন হয়?
35 kg ভরের এক ব্যক্তি কত উচ্চতায় আরোহন করলে তিনি 3.43 × 104 J কাজ করবেন?
70 kg ভরের এক ব্যক্তি 200 m উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন?
19.6 kg ভরের একটি বস্তু নির্দিষ্ট উচ্চতায় তুলতে 980 J কাজ করতে হয়। বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে কত বেগে ভূমিতে আঘাত করবে?
বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজ শূন্য হবে?
50 kg ভরের কোনো ব্যক্তি 25 সে.মি. 20 টি সিঁড়ি উঠতে কত কাজ করবেন?
60 kg ভরের এক ব্যক্তি 2 km উঁচু পর্বতে আরোহণ করলে তিনি কত কাজ করবেন?
একটি বস্তুকে 10 N বল দ্বারা ভূমির সাথে 60° কোণে টেনে ভূমি বরাবর 5 m সরানো হলে কৃতকাজ কত জুল?
500 N বল প্রয়োগে কোন বস্তুর বলের দিকে সরণ 50 m হলে কৃত কাজের পরিমাণ কত?