বস্তুর ভরবেগের পরিবর্তনের হার-
নিউটনের দ্বিতীয় সূত্র হতে কোনটি সম্পর্কে জানা যায়?
অভিকর্ষজ ত্বরণ হচ্ছে-
ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল সবসময় কাজ করে-
প্রকৃতিতে বল কাজ করে-
একটি তলে রাখা 8 kg ভরের কোনো বস্তুর উপর 30 N বল প্রয়োগ করায় বস্তুটি 3 m s-2 ত্বরণ লাভ করে। বস্তু ও তলের মধ্যকার ঘর্ষণ বল কত নিউটন?
গাড়ির টায়ারে খাঁজ কাটা হয় কেন?
রাস্তা বেশি মসৃণ হলে কী ঘটবে?
ব্রেকের ভূমিকা কী?
গাড়ির টায়ার ও রাস্তার মধ্যবর্তী কিসের জন্য গাড়ি চালানো সম্ভব হয়েছে?
বল বেয়ারিং কোথায় ব্যবহৃত হয়?
কোনটির মধ্যে ঘর্ষণ নেই?
জড়তার ক্ষেত্রে-
i. জড়তা বস্তুর একটি প্রাকৃতিক ধর্ম
ii. জড়তার পরিমাপই হচ্ছে বস্তুর ভয়
iii. জড়তার পরিবর্তন ঘটাতে বল প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
নিউটনের গতিসূত্র হলো-
i. v=u
ii. F = ma
iii. F1 + F2=0
(iii) g= GMR2 ফলে মেরু অঞ্চলে R কম g বেশি বিষুব অঞ্চলে R বেশি তাই g3 কম অর্থাৎ g3 < g মহাকর্ষ হলো-
i. পৃথিবী ও সূর্যের মধ্যে আকর্ষণ
ii. চাঁদ ও সূর্যের মধ্যে আকর্ষণ
iii. বই ও পৃথিবীর মধ্যে আকর্ষণ
কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ধ্রুব হলে-
i. ভর কম হলে ত্বরণ বেশি হবে
ii. ভর কম হলে ত্বরণও কম হবে
iii. ভর বেশি হলে ত্বরণ কম হবে
মহাকর্ষ হলো-
দুর্বল নিউক্লীয় বলের কারণে-
i. নিউক্লিয়াসে অস্থিতিশীলতার সৃষ্টি হয়
ii. বিটা ক্ষয় হয়
iii. তেজস্ক্রিয় ভাঙ্গন বিক্রিয়া শুরু হয়
বন্দুক থেকে গুলি ছুঁড়লে-
i. গুলি ও বন্দুকের ভরবেগ সমমুখী হয়
ii. গুলি ও বন্দুকের ভরবেগ সমমানের হয়
iii. বন্দুকের পশ্চাৎবেগ গুলির তুলনায় কম হয়
নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রয়োগ হয় যখন-
ⅰ. আমরা হাঁটা চলা করি
ii. রাস্তায় গাড়ি চলে
iii. দেয়ালে ধাক্কা লেগে পিছিয়ে আসি