150 km / hour বেগে খাড়া উপরের দিকে বলকে ছুড়ে মারলে বল কত উপরে উঠবে?
A ও B দুটি বস্তুর ভর যথাক্রমে 1 kg ও 2 kg A বস্তুর ভর B বস্তুর দ্বিগুণ। বস্তু দুটিকে একই উচ্চতা হতে মুক্তভাবে পড়তে দিলে A ও B বস্তু দুটির পতনকালের অনুপাত হবে যথাক্রমে-
মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু 2s এ 4m দূরত্ব অতিক্রম করলে 4s এ অতিক্রান্ত দূরত্ব কত?
রৈখিকভাবে গতিশীল বস্তু-
i. সরলরেখা বরাবর গতিশীল
ii. এর গতি সরলরেখার উপর সীমাবদ্ধ
iii. কোন নির্দিষ্ট বিন্দু থেকে বস্তুকণার দূরত্ব অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
পরমাণুর কম্পনের গতি-
i. সরল রৈখিক গতি
ii. পর্যাবৃত্ত গতি
iii. স্পন্দন গতি
পর্যায়বৃত্ত গতি হচ্ছে-
i. সরল দোলকের গতি
ii. পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি
iii. কম্পমান সুর শলাকার গতি
পর্যায়বৃত্ত গতির উদাহরণ--
i. পানির তরঙ্গ
ii. হৃৎপিণ্ডের স্পন্দন
iii. ঘড়ির কাঁটার গতি
দ্রুতির সাথে নিচের যে বিষয়গুলো মানানসই-
i. দ্রুতি স্কেলার রাশি
ii. বস্তুর বেগের মানই দ্রুতি
iii.. শুধু সরল পথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারই দ্রুতি
বেগ একটি-
i. মৌলিক রাশি
ii. ভেক্টর রাশি
iii. মাত্রা LT-1
বেগের পরিবর্তন হয়-
i. মানের পরিবর্তন হলে
ii. দিকের পরিবর্তন হলে
iii. মান ও দিক উভয়ের পরিবর্তন হলে
একটি পাথরকে সুতা দিয়ে বেঁধে মাথার উপর ঘোরাতে থাকলে পাথরটি-
i. ক্রমাগত দিক পরিবর্তন করবে
ii. ত্বরণ হবে iii. সমবেগে চলতে থাকবে
10m s-1 হচ্ছে-
1. অদিক রাশি
ii.. স্কেলার রাশি
iii. প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 10 m
কোন ব্যক্তি পশ্চিম দিকে 5 সেকেন্ডে 15 m দূরত্ব অতিক্রম করলে ব্যক্তিটির-
i. সরণ 15 m
ii. দ্রুতি 3 ms -1
iii. বেগ 3ms-1
ত্বরণ হলো-
i. লব্ধ রাশি
ii. স্কেলার রাশি
iii. ভেক্টর রাশি
স্থির অবস্থান থেকে একটি কণা 5 cm s-2 সমত্বরণে কোন নির্দিষ্ট সরলরেখা বরাবর চলছে-
i. 3 s এর পর বেগ 15 cm s-1
ii. 4s এর পর বেগ 22 cm s-1
iii. 3 s এ অতিক্রান্ত দূরত্ব 22.5 cm
বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে । ত্বরণের ক্ষেত্রে-
i. ত্বরণের একক মিটার/ সময় ২
ii. ত্বরণের মাত্রা LT-2
iii. ত্বরণ একটি অদিক রাশি
একই একক সংবলিত রাশি হলো-
i. দ্রুতি ও বেগ
ii. ত্বরণ ও মন্দন
iii. সরণ ও দূরত্ব
দুটি ভেক্টর রাশির মান 7 m এবং 5 m হলে এদের যোগফল হয়ে -
i. শূন্য
ii. 2 m
iii. 12 m
কোন বস্তুকে g এর অর্ধেক বেগে খাড়া উপরে নিক্ষেপ করলে এটি কত সময় পর ভূপৃষ্ঠে পতিত হবে?
একটি বস্তুকে খাড়া উপরের দিকে কত বেগে নিক্ষেপ করলে তা 10 s পর ভূপৃষ্ঠে পতিত হবে?