70 kg ওজনের এক জন ব্যক্তি 5 মিনিটে 100 m উঁচু পাহাড়ে উঠে, তার ক্ষমতা কত ওয়াট? [g = 9.8 ms-2 |
দুই বস্তুর আয়তন সমান হলেও যার-
i. ঘনত্ব বেশি সেটি ভারী
ii. ঘনত্ব কম সেটি ভারী
iii. ঘনত্ব কম সেটি হালকা
নিচের কোনটি সঠিক?
একটি হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 10 cm2 ও 350 cm2। ছোট পিস্টনে 100 N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে?
ঘড়ির কাঁটার গতি কী রকম গতি?
স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ঐসময়ের-
বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে কী বলে?
বলের মাত্রা কোনটি?
ভরবেগের একক কোনটি?
5 kg ভরের একটি বস্তুর ওপর 50 N বল প্রয়োগ করা হলে, এর স্বরণ হবে-
বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কী?
তরলের চাপের পরিমাণ কী হবে?
একজন খেলোয়াড় একটি বলকে 27 km h-1 বেগে খাড়া উপরের দিকে ছুড়লে বলটা সর্বোচ্চ কত উপরে উঠবে?