রিমোট কন্ট্রোলার থেকে কোন ধরনের আলো বের হয়?
লক্ষ্যবস্তু থেকে বিশ্বের দূরত্ব কত?
বিম্বটি -
i. অবাস্তব ও সোজা
ii. লক্ষ্যবস্তু থেকে বড়
iii. প্রধান ফোকাসে গঠিত হবে
নিচের কোনটি সঠিক?
নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল কেমন দেখাবে?
সাধারণ আয়নায় প্রতিবিম্বের বাম-ডান অবিকৃত রাখতে হলে দুটি আয়নাকে কত ডিগ্রী কোণে রাখতে হয়?
ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10।
নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের একক নয়?
কোন যন্ত্রের সাহায্যে সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায়?
100 মিটার ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। এক মিনিট ঘুরার পর তার সরণ কত হবে?
প্রধান স্কেলের পাঠ M, ভার্নিয়ার সমপাতন V এবং ভার্নিয়ার ধ্রুবক VC হলে প্রস্থ পরিমাপের ক্ষেত্রে কোনটি সঠিক?
নিচের কোনটি ভেক্টর রাশি?
উপর থেকে পড়া একটি পাথর মাটিতে স্পর্শ করলে কোন শক্তিতে রূপান্তর হয়?
শক্তির মাত্রা কোনটি?
একটি মুক্তভাবে পড়ন্ত বস্তু 5s এ 25 m . দূরত্ব অতিক্রম করে। ৬ষ্ঠ সেকেন্ডে বস্তুটি আর কত দূরত্বে যাবে?
বর্তনীর তুল্য রোধ কত?
উক্ত বর্তনীর--
i. তড়িৎপ্রবাহ 0.2 A
ii. তড়িৎ ক্ষমতা 0.4W
iii. প্রতি মিনিটে ব্যয়িত শক্তি 24 J
ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সেজা পথে এগিয়ে যাওয়া একটি গাড়ির গতি-
একটি বস্তুকে ভূমি থেকে উঠিয়ে টেবিলে রাখলে-