শক্তির একক-
i. জুল
ii. নিউটন-মিটার
iii. ওয়াট
নিচের কোনটি সঠিক?
50 MW নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ঘণ্টায় কত শক্তি উৎপন্ন হয়?
কোনো বস্তুর গতিশক্তি 9 গুণ করতে—
i. 9 গুণ কাজ করতে হবে
ii. বেগ 3 গুণ করতে হবে
iii. দূরত্ব 9 গুণ করতে হবে
নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ—
i. নিউক্লিয়ার বর্জ্য অত্যন্ত তেজস্ক্রিয়
ii. ইহা থেকে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়
iii. নিরাপদ মাত্রায় পৌঁছানোর জন্য লক্ষ লক্ষ বছর বর্জ্য সংরক্ষণ করতে হয়
বিবর্ধনের মান 1 পাওয়া যায়-
i. সমতল দর্পণে
ii. অবতল দর্পণে
iii. উত্তল দর্পণে
একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 100 cm হলে এর ফোকাস দূরত্ব কত?
সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনটি?
কোনো একটি নির্দিষ্ট তারের আপেক্ষিক রোধ নিচের কোনটির উপর নির্ভরশীল?
5Ω এর দুটি রোধ শ্রেণিতে যুক্ত করলে তুল্য রোধ যত হয় তত রোধ পেতে 100 Ω এর কতটি রোধ সমান্তরালে যুক্ত করতে হবে?
বিদ্যুৎ সরবরাহের নিউট্রাল তারের ভোল্টেজ কত হয়?
উপরের বর্তনীতে-
নিচের কোনটি অর্ধ-পরিবাহী?
উদ্দীপকের দর্পণের সামনে 10 cm দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় দেখা যাবে?
নিম্নের কোনটি এসি তড়িৎ উৎসের প্রতীক?
পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করা হলে রোধের কী পরিবর্তন হবে?
কর্মদক্ষতা (η), কাজের পরিমাণ (W), প্রদত্ত শক্তি (E) এবং শক্তির অপচয় (El) হলে কোন সূত্রটি সঠিক?
বস্তুটি A থেকে B তে নিতে কৃতকাজ কত?
বস্তুটি C থেকে মুক্তভাবে পড়লে—.
i. A বিন্দুতে মোট শক্তি 9800 J
ii. B বিন্দুতে বস্তুটির বেগ 34.29 ms-1
iii. B বিন্দুতে গতিশক্তি ও বিভবশক্তি সমান
ইউরেনিয়ামের চেইন বিক্রিয়ায় দ্বিতীয় ধাপে কতটি নিউট্রন নির্গত হয়?
একটি বস্তুকে 19.6 m/s বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে?