রেকটিফায়ার কী কাজ করে?
চাপ একটি-
i. লব্ধ রাশি
ii. ভেক্টর রাশি
iii. স্কেলার রাশি
নিচের কোনটি সঠিক?
কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান?
বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা কত?
তারের ব্যাস মাপার জন্য—
i. বৃত্তাকার স্কেলকে 7 বার ঘুরাতে হবে
ii. বৃত্তাকার স্কেলকে 14 বার ঘুরাতে হবে
iii. বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা 728
কোন পরীক্ষাটি অনুশীলনরত অবস্থায় করতে হয়?
তাপের একককে ভরের একক দিয়ে ভাগ করলে কিসের একক পাওয়া যায়?
লেখচিত্রে প্রদর্শিত বস্তুটি কিভাবে চলছে?
সাইকেলের চাকার সাথে রাস্তার ঘর্ষণ কোন ধরনের ধর্ষণ?
পর্যায়বৃত্ত গতি হচ্ছে-
i. সরল দোলকের গতি
ii. পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি
iii. কম্পমান সুর শলাকার গতি
উদ্দীপকের বিশ্বের উচ্চতা কত হবে?
উৎপন্ন বিম্বের প্রকৃতি হচ্ছে-
i. বাস্তব ও উল্টো
ii. অবাস্তব ও উল্টো
iii. বাস্তব ও সমান
তার কুণ্ডলীর পাকের সংখ্যা বাড়ালে আবিষ্ট তড়িৎ প্রবাহের কী ঘটবে?
40° সেলসিয়াস তাপমাত্রা কত ফারেনহাইটের সমান?
টেলিফোনে কথা শোনার সময় শক্তি রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক?
কোনো বস্তুর নির্দিষ্ট উচ্চতায় বিভবশক্তি কিরূপ?
কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগ কিরূপ হবে?
কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 100 বছর, মৌলটির 18 অংশ অক্ষত থাকতে কত সময় লাগবে?
যে নির্দিষ্ট বস্তুটির ভরকে এক কিলোগ্রাম ধরা হয় তার ব্যাস কত?
সুপ্ততাপ কোনটির পরিবর্তন ঘটায়?