গ্যাসকে প্লাজমা করা যায়—
i. শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে
ii. প্রচণ্ড তাপ দিয়ে
iii. শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়োগ করে
নিচের কোনটি সঠিক?
100°C তাপমাত্রার বিশুদ্ধ পানিকে তাপ দিলে-
i. পানির তাপমাত্রা বাড়তে পারে
ii. পানির তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
iii. পানি বাষ্পে পরিণত হবে
শব্দের বেগ বৃদ্ধি পেলে উক্ত মাধ্যমে—
i. তাপমাত্রা বৃদ্ধি পাবে
ii. বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পাবে
iii. বায়ুর চাপ বৃদ্ধি পাবে
তড়িতের নিরাপদ ব্যবহারের জন্য প্রয়োজন-
i. সার্কিট ব্রেকার
ii. ইন্টিগ্রেটেড সার্কিট
iii. সুইচের সঠিক সংযোগ
একটি পাথরকে সুতা দিয়ে বেঁধে মাথার উপর ঘোরাতে থাকলে পাথরটি—
i. ক্রমাগত দিক পরিবর্তন করবে
ii. ত্বরণ হবে
iii. সমবেগে চলতে থাকবে