10 kg ভরের একটি বস্তুর তাপধারণ ক্ষমতা 4000 J K-1 হলে, বস্তুটির আপেক্ষিক তাপ কত?
30°C তাপমাত্রায় 0.25s এ কোনো প্রতিধ্বনি শোনা গেলে উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত m (মিটার)?
কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুততম চলে?
বাতাসে শব্দের বেগ ও গুণ হতে হলে তাপমাত্রা কত গুণ হতে হবে?
সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনটি?
সমতল দর্পণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব অবাস্তব এবং আকার লক্ষ্যবস্তুর-
লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে থাকলে অবতল দর্পণে সৃষ্ট বিম্বের প্রকৃতি কীরূপ হবে?
কোনটিতে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়?
বিম্বের আকৃতি নির্ভর করে কিসের উপর?
কোনো বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য 5 সে.মি. এবং বিবর্ধন 0.5 হলে ঐ বস্তুর দৈর্ঘ্য কত?
অবতল দর্পণে ফোকাস তল ও প্রধান অক্ষের মধ্যবর্তী কোণের মান কত? [
অবতল দর্পণের মেরুবিন্দু ও প্রধান ফোকাসের মাঝে লক্ষ্যবস্তু স্থাপন করলে এর বিম্ব কোথায় পাওয়া যায়?
আলো-
i. এক প্রকার শক্তি
ii. এক ধরনের তাড়িত চৌম্বক তরঙ্গ
iii. কোন মাধ্যমে সরল পথে চলে
নিচের কোনটি সঠিক?
একটি বস্তুর দৈর্ঘ্য 0.2m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 1m হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে?
পাহাড়ি রাস্তার বাঁকে নিচের কোনটি ব্যবহার করা হয়?
O লক্ষ্যবস্তুর বিষ দর্পণ হতে কত সে.মি. দূরে গঠিত হবে?
A) লক্ষ্যবস্তুর বিশ্ব-
i. অবাস্তব ও সোজা
ii. বাস্তব ও উল্টা ⅲ. রৈখিক বিবর্ধনের মান 1
AB লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের আকৃতি কেমন হবে?
উদ্দীপকের ক্ষেত্রে-
i. বিম্ব বাস্তব
ii. বিবর্ধন > 1
iii: দর্পণটি টিভি সংকেত সংগ্রহে ব্যবহৃত হয়