বল F, চাপ P এবং ক্ষেত্রফল A হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
চাপের একক কোনটি?
জুতা পায়ে কোনো মহিলার ভর 50 kg, তার জুতার তলার ক্ষেত্রফল 200 cm2 হলে চাপ কত?
100 N বল 0.01 m2 ক্ষেত্রের উপর প্রযুক্ত হলে চাপ কত?
লোহার ঘনত্ব কোনটি?
যদি বায়ুমণ্ডলের চাপ 1.01 × 105 Nm-2 হয় তবে পারদের ঘনত্ব কত হবে?
নিচের কোনটি পানিতে ভাসবে?
একই আয়তনের এক টুকরা কাঠ ও লোহার মধ্যে কার ঘনত্ব বেশি?
নির্দিষ্ট জায়গায় তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কিসের উপর নির্ভর করে?
কূপের গভীরতা 5 m হলে তলদেশে পানির চাপ কত?
প্লবতার মান নির্ভর করে-
কর্কের ঘনত্ব 0.25 × 103 kg/m3 হলে পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ পানির নিচে থাকবে?
বলবৃদ্ধিকরণ নীতি কোন সূত্রের সাহায্যে প্রতিপাদন করা হয়েছে?
প্রদর্শিত তরলটির ঘনত্ব কত?
পাত্রের তলায় তরল কর্তৃক চাপের মান কত?
কাঠের উপরিতলে পানি কী পরিমাণ বল প্রয়োগ করবে?
পাত্রটির তলদেশে তরলের চাপ কত হবে?
পাত্রের তলদেশে কত Pa চাপ অনুভূত হবে?
যদি পাত্রের মুখে বল প্রয়োগ করা হয় তবে বল-
i. তরলের ভরের উপর নির্ভর করে
ii. পাত্রের ক্ষেত্রফলের উপর নির্ভর করে
iii. পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ করবে
নিচের কোনটি সঠিক?
পারদের ঘনত্ব কত?