1028 টি ইলেকট্রন ও সমসংখ্যক প্রোটন 10 m দূরত্বে পরস্পরকে কত বলে আকর্ষণ করবে?
ঘর্ষণে পদার্থের ধর্ম-
i. কাচদণ্ড ও সিল্কের ঘর্ষণে কাচদণ্ডে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
ii. সিল্কে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
iii. ইবোনাইট দণ্ড ও ফ্লানেলের ঘর্ষণে ইবোনাইট দণ্ডে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
বস্তুর আহিত হওয়া-
i. পরিধেয় কাপড় ঘর্ষণের ফলে আহিত হতে পারে
ii. আহিত কাপড় বদলানোর সময় শক্ খাওয়ার সম্ভাবনা থাকে
iii. ধুলোবালি জীবাণু অনাহিত বস্তু দ্বারা আকৃষ্ট হয়
তড়িৎ বলরেখার-
i. বাস্তব অস্তিত্ব আছে
ii. বাস্তব অস্তিত্ব নেই
iii. কাল্পনিক রেখা
আহিতা বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বলরেখার প্রকৃতি-
i. অভিন্ন হয়
ii. ভিন্ন হয়
iii. অনুরূপ হয়
পৃথিবীর বিভব শূন্য কারণ-
i. পৃথিবী ঋণাত্মক আধানের বিশাল ভাণ্ডার
ii. পৃথিবীতে সমপরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক আধান রয়েছে
iii. পৃথিবীর আধানের পরিবর্তন পরিলক্ষিত হয় না
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
ধনাত্মক আধান চলে-
i. উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে
ii. নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে
iii. ঋণাত্মক আধানের বিপরীত দিকে
ফ্লানেল কাপড়ের সাথে ইবোনাইট দন্ড ঘষলে-
i. উভয়েই ঋণাত্মক আধানে আহিত হয়
ii. ফ্লানেল কাপড় ধনাত্মক আধানে আহিত হয়
iii. ইবোনাইট দণ্ড ঋণাত্মক আধানে পরিণত হয়
প্লাস্টিককে কাপড়ের সাথে ঘষে ক্ষীণ পানির ধারার কাছে ধরলে ধারাটি প্লাস্টিকের দিকে সরে আসে কারণ-
i. পানির ধারাতে আবিষ্ট ঋণাত্মক আধান প্লাস্টিককে আকর্ষণ করে
ii. প্লাস্টিকে সৃষ্ট ধনাত্মক আধান পানির ধারায় আবেশ সৃষ্টি করে
iii. পানির ধারাতে আবিষ্ট ধনাত্মক আধান প্লাস্টিককে আকর্ষণ করে
স্থির তড়িৎ ব্যবহৃত হয়-
i. স্প্রে গানে
ii. ফটোকপিয়ারে
iii. ইঙ্ক জেট প্রিন্টারে
ঝড়-বৃষ্টির সময় গাছের নিচে থাকা বিপজ্জনক, কারণ-
i. তড়িৎ সবসময় সংক্ষিপ্ত পথে চলে
ii. মাটি ও পানি তড়িৎ পরিবাহক
iii. তড়িৎ উঁচু বস্তুর মধ্যদিয়ে পৃথিবীতে আসে
বজ্রপাত হয় কেন?
i. বায়ুর চাপ কমে যাওয়ার ফলে
ii. বায়ুর চাপ বেড়ে যাওয়ার ফলে
iii. তড়িৎক্ষরণের জন্য
ফটোকপিয়ারে থাকে-
ⅰ. ঘূর্ণায়মান ড্রাম
ii. কার্বনের পাউডার কালি
iii. হালকা সোনার দণ্ড