সমপরিমাণ দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান চারগুণ হবে যখন-
i. দূরত্ব অর্ধেক
ii. দূরত্ব দ্বিগুণ
iii. আধান দ্বিগুণ
নিচের কোনটি সঠিক?
কার্পেটের উপর শিশুর হামাগুড়ি দেওয়ার সময়-
i. কার্পেটে ঘষে ঘষে যাওয়ার সময় তার শরীরে একই জাতীয় চার্জ জমা হয়
i. মাথার চুলগুলো খাড়া হয়ে যায়
iii. মাথার চুলগুলো একে অপরকে আকর্ষণ করে
দুটি আধানের মধ্যকার তড়িৎ বল-
ⅰ. আধান দুটির প্রকৃতির উপর নির্ভর করে
ii. প্রত্যেকটি আধান দ্বিগুণ করলে তড়িৎ বল আটগুণ হবে
iii. আধান দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তড়িৎ বল চারগুণ হবে
দুটি চার্জের মধ্যকার ক্রিয়াশীল তড়িৎ বলের মান নির্ভর করে চার্জ দুটির-
i. প্রকৃতির উপর
ii. মানের উপর
iii. মধ্যকার দূরত্বের উপর
বিভবের একক কোনটি?
i. volt
ii. JC-1
iii. A
বিন্দুতে অনুভবকৃত বল হলো-
i. তড়িৎক্ষেত্র
ii. তড়িৎ তীব্রতা
iii. তড়িৎ বল
10 C'-এর একটি আধানকে 10 V বিভবসম্পন্ন পরিবাহীর তড়িৎক্ষেত্রের কোন বিন্দুতে আনতে সম্পন্ন কাজের পরিমাণ হলো-
i 10 VC
ii. 100 VC
iii. 100 J
একটা 40 µF ক্যাপাসিটরে 3.2 × 10-4 C চার্জ দেওয়া হলে-
i. সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে
ii. এর বিভব হবে 8 V
iii. সেখানে 0.5 ml শক্তি সঞ্চিত হবে
আধানদ্বয়ের মধ্যবর্তী বল আটগুণ হবে, যদি-
i. এদের মধ্যবর্তী দূরত্ব আটগুণ হয়
ii. একটি আধান দ্বিগুণ ও অপরটি চারগুণ হয়
iii. আধানদ্বয়ের গুণফল দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হয়
উদ্দীপকের-
i. A ও B বস্তুদ্বয়কে স্পর্শ করিয়ে পূর্বস্থানে ফিরিয়ে আনলে F বৃদ্ধি পাবে
ii. স্থানটিতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে F বৃদ্ধি পাবে।
iii. বস্তুদ্বয়ের আধানের গুণফল এবং মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে F অপরিবর্তিত থাকে।
. একটি পরিবাহী তার দ্বারা আধান দুটিকে সংযুক্ত করলে-
i. A হতে কিছু আধান B তে যাবে
ii. B হতে কিছু আধান A তে যাবে
iii. বিভব সমান না হওয়া পর্যন্ত আধানের প্রবাহ চলবে