লেন্সের ক্ষমতা + 4D হলে-
i. ফোকাস দূরত্ব 25 cm
ii. লেন্সটির আলোক কেন্দ্র হতে 2 cm দূরে স্থাপিত বস্তুটির বিম্ব হবে অবাস্তব
iii. লেন্সটির হ্রস্ব দৃষ্টি প্রতিকারে সহায়ক লেন্স হিসাবে ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
লেন্সের ক্ষমতা বেশি হওয়ার অর্থ হচ্ছে-
i. অপসারী বা অভিসারী করতে পারার ক্ষমতা বেশি
ii. ফোকাস দূরত্ব কম
iii. বক্রতার ব্যাসার্ধ বেশি
লেন্সের ক্ষমতা + 1D বলতে বোঝায়-
i. লেন্সটি উত্তল
ii. লেন্সটি অবতল
iii. লেন্সটি প্রধান অক্ষের 1m দূরে আলোেক রশিাকে মিলিত করে
লেন্সের ক্ষমতার-
i. প্রচলিত একক হলো ডায়প্টার
ii. এস.আই একক হলো রেডিয়ান/মিটার
iii. এস আই একক হল মিটার/রেডিয়ান
লেন্সের ক্ষমতা - 4D বলতে বোঝায়-
i. লেন্সটি অবতল
ii. লেন্সটি প্রধান অক্ষের 25 cm দূরের কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে
iii. লেন্সটি প্রধান অক্ষের 4 m দূরের কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে
সাধারণত উত্তল লেন্স ও চক্ষু লেন্সের উভয়টিতে-
i. প্রতিসরণের পর আলোক রশ্মির প্রকৃত মিলন হয়
ii. উল্টো বিম্ব গঠিত হয়
iii. বাস্তব বিম্ব গঠিত হয়
আমাদের চক্ষু লেন্সটি-
i. উত্তল
ii. অপসারী ক্ষমতা সম্পন্ন
iii. বাস্তব বিশ্ব গঠন করে
স্বাভাবিক চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি হয়-
i. অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে
ii. লেন্সের ক্ষমতা বেড়ে গেলে
iii. ফোকাস দূরত্ব বেড়ে গেলে
চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি হলো-
i. চোখ হতে নিকট বিন্দু 25 cm
ii. চোখ হতে দূরবিন্দু অসীম
iii. চোখ হতে দূরবিন্দু সসীম