পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত-
i. আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যমের দিকে যায়
ii. আপতন কোণ > ক্রান্তি কোণ
iii. আপতন কোণ = প্রতিফলন কোণ
নিচের কোনটি সঠিক?
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে i > θ হলে-
i. আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে সম্পূর্ণ প্রতিফলিত হয়ে হালকা মাধ্যম যায়
ii. কোনো প্রতিসৃত রশ্মি পাওয়া যায় না
iii. মাধ্যম দুটির বিভেদতল দর্পণের মতো কাজ করে
অপটিক্যাল ফাইবারে-
i. 1.5 প্রতিসরণাঙ্কের পদার্থের আবরণ দেয়া হয়
ii. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে
iii. আলোক রশ্মি ক্ষুদ্র কোণে আপতিত হয়
স্থূলমধ্য লেন্সের-
i. মধ্যভাগ মোটা
ii. প্রান্তভাগ মোটা
iii. প্রান্তভাগ সরু
আলোক কেন্দ্র দিয়ে গমনকারী রশ্মির ক্ষেত্রে-
i. আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়
ii. আপতিত নির্গত রশ্মি সমান্তরাল হয়
iii. নির্গত রশ্মি সোজাসুজি গমন করে
একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 2cm। লেন্সের সামনে 10cm দূরত্বে বস্তু রাখলে-
i. বিশ্বের দূরত্ব হবে 2.5 cm
ii. বিশ্বের দূরত্ব হবে – 1.667 cm
iii. বিম্ব হবে খর্বিত
লেন্সের ক্ষমতা ধনাত্মক হলে-
i. লেন্সটির ফোকাস দূরত্ব ধনাত্মক হবে
ii. লেন্সটি বাস্তব ও অবাস্তব উভয় প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে
iii. লেন্সটি হ্রস্ব দৃষ্টির প্রতিকারে সহায়ক