নিচের কোন ক্ষেত্রে উত্তল দর্পণ ব্যবহার করা হয়?
পাহাড়ি রাস্তার বাঁকে নিচের কোনটি ব্যবহার করা হয়?
একটি সরল পেরিস্কোপে আলোক রশ্মির দিকের পরিবর্তন ঘটে কত?
রাস্তার বাঁক দেখার জন্য সমতল দর্পণ কত ডিগ্রি কোণে স্থাপন করতে হয়?
দন্ত চিকিৎসকগণ কোন আলোকীয় যন্ত্র ব্যবহার করেন?
বড় বড় টেলিস্কোপে কোনটি ব্যবহার করা হয়?
দাঁতের চিকিৎসায় ব্যবহৃত দর্পণে কিরূপ প্রতিবিম্ব গঠিত হয়?
কোন স্টীমারের সার্চ লাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়?
ভীড়ের মধ্যে খেলা দেখার জন্য ব্যবহৃত যন্ত্রে কোন দর্পণ ব্যবহার করা হয়?
20 cm বক্রতার ব্যাসার্ধবিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে 20 cm দূরে একটি বস্তু রাখা আছে। প্রতিবিম্বের দূরত্ব কত?
6 সে. মি. ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণে বস্তুর সমান আকারের বাস্তব ও উল্টো বিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে দর্পনের সম্মুখে কত সেমি দূরত্বে রাখতে হবে?
নিচে প্রদর্শিত দর্পণের ক্ষেত্রে PC এর মান কত?
লক্ষ্যবস্তু অবতল দর্পণের মেরুতে থাকলে বিম্বের প্রকৃতি কীরূপ হবে?
রৈখিক বিবর্ধনের মান এক এর চেয়ে বেশি হলে বিম্বটি-
উত্তল দর্পণের জন্য কোনটি সত্য?
কোনো গোলীয় দর্পণে রৈখিক বিবর্ধন 0.5 এবং বস্তুর দৈর্ঘ্য 2 m হলে বিশ্বের দৈর্ঘ্য কত হবে?
সমতল দর্পণে রৈখিক বিবর্ধন কত?
একটি দর্পণের রৈখিক বিবর্ধন সর্বদা এক অপেক্ষা ছোট। উক্ত দর্পণে বিম্ব হয়-
একটি বস্তুর দৈর্ঘ্য এবং একটি উত্তল দর্পণের বিবর্ধন যথাক্রমে 0.8 m এবং 0.5 m হলে, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত?
এক ব্যক্তি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজ দৈর্ঘ্যের চেয়ে দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব দেখতে পান। বিম্বের রৈখিক বিবর্ধনের মান কত?