একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 cm এবং দর্পণ থেকে বস্তুর দূরত্ব 5 cm হলে, প্রতিবিম্বটি হবে-
অবতল দর্পণে দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে লক্ষ্যবস্তু স্থাপন করা হলে বিশ্বের প্রকৃতি কেমন হবে?
একটি অবতল দর্পণের রক্ততার ব্যাসার্ধ 100 cm হলে এর ফোকাস দূরত্ব কত?
একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 12 cm হলে ফোকাস দূরত্ব কত?
একটি অবতল দর্পণের সামনে বক্রতার কেন্দ্রে দাঁড়ালে, তোমার প্রতিবিম্ব কীরূপ হবে?
বস্তুর কোন অবস্থানের জন্য অবতল দর্পণে সৃষ্ট বিম্ব পর্দায় ফেলা যায় না?
অবতল দর্পণের মেরুবিন্দু ও প্রধান ফোকাসের মাঝে লক্ষ্যবস্তু স্থাপন করলে এর বিম্ব কোথায় পাওয়া যায়?
সমতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত?
সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
সাধারণ আয়নায় প্রতিবিম্ব ডান-বাম অবিকৃত রাখতে হলে দুটি আয়নাকে কত কোণে রাখতে হবে?
EXAMINATION লেখটির বিম্ব সমতল দর্পণে দেখলে কয়টি বর্ণের কোনো পরিবর্তন হবে না?
সমতল দর্পণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
25 cm ব্যাসবিশিষ্ট একটি স্বচ্ছ ফাঁপা গোলক কেটে এর বাইরের পৃষ্ঠে পারা লাগানো দর্পণটির বক্রতার ব্যাসার্ধ কত?
একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30cm। এর বক্রতার ব্যাস কত?
একটি উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
উত্তল দর্পণে কোন প্রতিবিম্ব উৎপন্ন হয় না?
উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 14 cm হলে ফোকাস দূরত্ব কত?
কোনো উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 11 cm হলে বক্রতার ব্যাসার্ধ কত?
উত্তল দর্পণে লক্ষ্যবস্তুকে দর্পণের নিকট আনা হলে প্রতিবিম্ব-
উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব অবাস্তব এবং আকার লক্ষ্যবস্তুর-