করিম সাহেব গত ৫ বছর যাবৎ আমেরিকায় থাকেন। বাংলাদেশে থাকাকালীন সময়ে দুটি সন্তান রেবা ও রুবেল জন্মলাভ করে। এ বছর তাদের একটি পুত্র সন্তান জন্মলাভ করে। যে নীতির ভিত্তিতে করিম সাহেব একই সাথে বাংলাদেশ ও আমেরিকার নাগরিক হবে তা হলো—
i. জন্মসূত্রে
ii. অনুমোদনসূত্রে
iii. জন্ম ও অনুমোদনসূত্রে
নিচের কোনটি সঠিক?
এককেন্দ্রিক সরকার সারা দেশে কার্যকর করে-
i, অভিন্ন নীতি
ii. ভিন্ন আইন
iii. অভিন্ন পরিকল্পনা
রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় -
i. রাষ্ট্রপতি সরকারের প্রধান থাকেন
ii. আইন বিভাগের নিকট শাসন বিভাগ দায়ী থাকে না
iii. মন্ত্রিসভার সদস্য আইনসভার সদস্য নন
উক্ত শাসনব্যবস্থার আদর্শ হলো-
i. একজাতি
ii. বহুনেতা
iii. একদেশ
সালমানের দেশে একটি রাজনৈতিক দল আছে। এতে বোঝা যায়-
i. বিরোধীদের মত প্রচারের সুযোগ নেই
ii. নির্বাচন অনুষ্ঠিত হয় না
iii. রাজনীতি অনুপস্থিত
তার দেশের শাসনব্যবস্থাটি জনপ্রিয়। কারণ এটি-
i. ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ
ii. গুণের চয়ে সংখ্যার উপর গুরুত্ব দেয়
iii. সাম্য ও সমঅধিকারের উপর গুরুত্ব দেয়
i. ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ
ii. গুণের চেয়ে সংখ্যার ওপর গুরুত্ব দেয়
iii. সাম্য ও সমঅধিকারের ওপর গুরুত্ব দেয়
যেটির অনুমোদনসূত্রে নাগরিকত্ব পাওয়া যায় তা হলো—
i. সরকারি চাকরি করা
ii. সম্পত্তি ক্রয় করা
iii. দীর্ঘদিন বসবাস করা
মার্কিন যুক্তরাষ্ট্র অনুসরণ করে—
i. জন্মনীতি
ii. জন্মস্থান নীতি
iii. অনুমোদনসূত্র
বুদ্ধিমান নাগরিক বহুমুখী সমস্যা ও সমাধানের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে-
i. পরিবারে
ii. সমাজে
iii. রাষ্ট্রে
বিবেকের মাধ্যমে নাগরিক অনুধাবন করতে পারে—
i. ন্যায়-অন্যায়
ii. সৎ-অসৎ
iii. ভালো-মন্দ
বিবেকবান নাগরিক –
i. রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করে
ii. রাষ্ট্রের প্রতি যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করে
iii. ন্যায়ের পক্ষে থাকে
বিবেকবান নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য-
i. রাষ্ট্রের প্রতি অনুগত থাকে
ii. আইন মান্য করে
iii. নির্বাচনে যোগ্য ও সৎ ব্যক্তিকে ভোট দেয়
আত্মসংযমকারী ব্যক্তি যেসকল গুণের অধিকারী হন তা হলো—
i. স্বাধীনভাবে মতামত প্রদান করতে পারেন
ii. যা ইচ্ছা তাই করতে পারেন
iii. অন্যের মতামত প্রকাশেও নিজেকে সংযত রাখেন
রাষ্ট্রের নাগরিকের বিকাশের জন্য অধিকার অপরিহার্য -
i. মানসিক বিকাশের জন্য
ii. সামাজিক বিকাশের জন্য
iii. অর্থনৈতিক বিকাশের জন্য