জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে-
i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই
ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না।
iii. উৎপাদন,ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত
নিচের কোনটি সঠিক?
উক্ত শাসনব্যবস্থাটি জনপ্রিয়, কারণ—
i. ইহা ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ
ii. সেখানে যোগ্যতার চেয়ে সংখ্যার গুরুত্ব দেয় বেশি
iii. সম্প্রদায় ও দলের মধ্যে সম্পর্ক ও সম্প্রীতি বজায় রাখে
উক্ত সরকারব্যবস্থায়-
i. 'y' ইউনিটটি আঞ্চলিক সরকার হিসেবে কাজ করেছে
ii. 'X' ইউনিটটি 'Y' ইউনিটের ক্ষমতা ফিরিয়ে নিতে পারে
iii. 'X' ইউনিটটি 'ক' রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস
কল্যাণমূলক রাষ্ট্র সর্বদা স্বার্থ সংরক্ষণ করে —
i. কৃষকদের
ii. শ্রমিকদের
iii. অভিজাতদের
সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হতে পারে-
i. রাষ্ট্রের স্বরূপ
ii. সরকারের স্বরূপ
iii. জনগণের স্বরূপ
পুঁজিবাদী রাষ্ট্রে—
i. ব্যক্তি নিজেই সম্পত্তির মালিক
ii. ব্যক্তিগত সম্পদে রাষ্ট্রের হস্তক্ষেপ থাকে না
iii. একটি মাত্র রাজনৈতিক দল থাকে
কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো—
i. কর্মসংস্থানের ব্যবস্থা করা
ii. চিকিৎসা সেবা নিশ্চিত করা
iii. বেকার ভাতা প্রদান