হযরত আনাস (রা.) এর গৃহে অনুষ্ঠিত বৈঠকে কতজন আনসার ছিলেন?
কত খ্রিষ্টাব্দে মহানবি (স.) বিদায় হজের ভাষণ দেন?
বিদায় যা কখন হয়?
জনাব জসিম এলাকার চেয়ারম্যান হয়েই প্রথম ভাষণে সর্বদা অন্যের আমানত রক্ষার ও পাপ কাজ হতে বিরত থাকার উপদেশ দেন। তাঁর এ বক্তব্যের মিল রয়েছে—
রাহেলা বেগম আসন্ন ঈদকে সামনে রেখে ছেলে-মেয়ে ও গৃহকর্মী সবার জন্য নতুন জামা কিনলেন। এ কাজে তিনি কীসের দ্বারা উদ্বুদ্ধ হয়েছেন?
কোন সূরা নাজিল হওয়ার পর মুহাম্মদ (স.) বুঝতে পারলেন, তাঁর জীবন প্রায় শেষ?
ইসলামকে পূর্ণাঙ্গ করে দেয়ার এবং জীবনব্যবস্থা হিসেবে মনোনীত করার ঘোষণা কখন দেয়া হয়?
মহানবি (স.) কত খ্রিষ্টাব্দে ইন্তিকাল করেন?
মি. বাসেদ বলেন, আমি একটিমাত্র আদর্শকে সর্বশ্রেষ্ঠ বলি। তিনি কার আদর্শ বুঝিয়েছেন?
মহানবি (স.) দেশ পরিচালনায় জনগণের মতামতের স্বীকৃতি দেন। এটি কীসের মূল কথা?
মহানবি (স.) আইনের শাসন প্রতিষ্ঠা করেন। এ কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে মহানবি (স.) এর -
অমুসলিম থেকে আদায়কৃত নিরাপত্তা করকে কী বলা হয়?
আনসারগণ মুহাজিরদের সাহায্য করেছিলেন কেন?
i. আল্লাহর সন্তুষ্টির জন্য
ii. আত্মীয়তার বন্ধনের কারণে
iii. ইসলামি ভ্রাতৃত্বের কারণে
নিচের কোনটি সঠিক?
ইসলামের প্রথম খলিফা কে ছিলেন?
হযরত আয়েশা (রা.) কার কন্যা ছিলেন?
হযরত আয়েশা (রা.)-এর মায়ের নাম কী?
'হুমায়রা' ও 'সিদ্দিকা' কার উপাধি ছিল?
নবুয়তের কোন বছরে হযরত মুহাম্মদ (স.)-এর সাথে হযরত আয়েশা (রা.)-এর শুভ বিবাহ সম্পন্ন হয় ?
কোন যুদ্ধে হযরত আয়েশা (রা) এর গলার হার হারিয়ে গিয়েছিল?
হযরত আয়েশা (রা.) এর চারিত্রিক পবিত্রতা বর্ণিত হয়েছে কোন সূরায়?