কার যৌকায় পড়ে হযরত মুসা (আ.) এর লোকজন গো-বৎস পূজা শুরু করে?
তওবা হিসেবে গো-বৎস পূজারিদের কীসের নির্দেশ দেয়া হয়েছে?
মাইনুল শিক্ষকের কাছ থেকে হযরত মুসা (আ.)-এর জীবন সম্পর্কে জেনেছে। সে জেনেছে -
i. মুসা (আ.) আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন
ii. ফিরআউনের ঘরে লালিত-পালিত হয়েছেন
ii. তাঁকে 'কালিমুল্লাহ' বলা হয়
নিচের কোনটি সঠিক?
মুসা (আ.) কে কেন মাদইয়ানে হিজরত করতে হয়েছিল?
i. কিবতি হত্যার অপরাধে
ii. ফিরআউনের ভয়ে
iii. সফুরাকে বিবাহের উদ্দেশে
গরুর বাছুর পূজার পাগ থেকে বনি ইসরাইলরা কীভাবে মাফ পেয়েছেন?
i. একে অপরকে হত্যার বদলায়
ii. তওবা ও আল্লাহর কাছে কান্নাকাটির দ্বারা
iii. ইতিকাফ ও কঠোর সাধনা দ্বারা
উদ্ভূত আয়াতটি কোন নবির ঘটনার প্রতি ইঙ্গিতবহ?
ফিরআউনের সাথে উক্ত নবির ঘটনা থেকে আমরা উপলব্ধি করতে পারি—
i. সীমালঙ্ঘনকারীর পরিণতি খুবই করুণ
ii. সত্য-মিথ্যা চির সাংঘর্ষিক
iii. আল্লাহ কাউকে রক্ষা করলে কেউ তাকে মারতে পারবে না
হযরত ঈসা (আ.) কোথায় জন্মগ্রহণ করেন?
‘বাইত লাহ' গ্রামটি কোথায় অবস্থিত?
বাইত লাইম-এর আরেক নাম কী?
হযরত ঈসা (আ.) কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
হান্না বিনতে ফাজ কার মাতা ছিলেন?
কোন নবি আল্লাহর হুকুমে পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন?
‘রুহুল্লাহ' কাকে বলা হয়?
ঈসা (আ.)-এর ওপর কোন আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে?
কারা হযরত ঈসা (আ.)-কে হত্যার ষড়যন্ত্র করেছিল?
কোন পয়গম্বরকে আল্লাহ তায়ালা আসমানে তুলে নেন?
হযরত ঈসা (আ.) পুনরায় পৃথিবীতে এসে কত বছর অবস্থান করবেন?
ইহুদিরা কাকে ঈসা (আ.) মনে করে হত্যা করে ফেলে?
হযরত ঈসা (আ) কে কোথায় দাফন করা হবে?