শিপনের চরিত্রে আখলাকে যামিমাহর কোন দোষটি প্রকাশ পেয়েছে?
অশ্লীলতা-এর আরবি প্রতিশব্দ কোনটি?
অশ্লীলতা অর্থ কী?
কামাল সাহেব একজন মুমিন ব্যক্তি। তিনি নিচের কোন কাজ দূরে থাকবেন?
কুরুচিপূর্ণ কথা ও কাজকে কী বলে?
মহসিনের এক বন্ধু ধৃষ্টতাসহকারে প্রকাশ্যে কুকর্ম করে। তার এ মনোভাবকে আমরা কী বলব?
অম্লীলতা দ্বারা কী বোঝানো হয়?
কোমলমতি ছাত্র-ছাত্রীদের চরিত্র হনন করে কোনটি?
যুবক-যুবতীরা অন্যায় কাজে প্রলুব্ধ হয় কীভাবে?
ইসলামে অশ্লীলতার বিধান কী ?
সামিহার চরিত্রে লজ্জাশীলতা রয়েছে। তার এ গুণটির ফলাফল কী?
অশ্লীল আচরণকারী সকলের নিকট ঘৃণিত। কারণ এটি—
i. চরিত্র হনন করে
ii. পারলৌকিক জীবন দুঃসহ করে
iii. সমাজের শান্তিশৃঙ্খলা নষ্ট করে
নিচের কোনটি সঠিক?
‘ক’–এর আচরণ অত্যন্ত কুৎসিত। তার এ আচরণকে আমরা বলতে পারি-
i. অশ্লীল
ii: কদর্য
iii. বিরক্তিকর
অশ্লীলতাকে হারাম বলা হয়েছে কেন?
i. চরিত্র ধ্বংস করে
ii. কুকর্মের প্রতি আকৃষ্ট করে
iii. সমাজকে কলুষিত করে
পরশ্রীকাতরতার আরবি প্রতিশব্দ কী?
অন্যের উন্নতি ও সৌভাগ্য দেখে ঈর্ষা প্রকাশ করাকে কী বলে?
জনাব 'ক' -এর মাঝে পরশ্রীকাতরতা রয়েছে। অন্যের কোন বিষয়ে তিনি ঈর্ষান্বিত হন?
পরশ্রীকাতরতাকে কী বলে আখ্যায়িত করা যায়?
কোনটি মারাত্মক মানসিক রোগ?
কী কারণে মানব সৃষ্টির পর সর্বপ্রথম পাপ সংঘটিত হয়?