দেশপ্রেম কী?
মাতৃভূমির প্রতি প্রীতি ও আকর্ষণকে কী বলে?
জন্মভূমির প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি হয় কীভাবে?
দেশপ্রেমের আরবি প্রতিশব্দ কী?
আশিক একটি দোকানে গেল। সেখানে দেশি-বিদেশি অনেক কাপড় ছিল। সে শুধু দেশি কাপড় কিনল। আশিকের কর্মে কোন বিষয়টি ফুটে উঠেছে?
পুরান ঢাকায় আগুন লাগলে জনাব আব্দুল কাদির আগুন নেভাতে গিয়ে নিজের জীবন দেন। তার এ আত্মত্যাগে কোন বিষয়টি ফুটে উঠেছে?
কোন শহরকে মহানবি (স.) অন্তর দিয়ে ভালোবাসতেন?
‘রিবাত' অর্থ কী?
'হুব্বুল ওয়াতান' শব্দের অর্থ কোনটি?
দেশপ্রেম কীসের অঙ্গ?
অপরের মত, পথ বা আদর্শকে কী বলে?
নবনির্বাচিত চেয়ারম্যান হাসান সাহেব রাস্তা মেরামতের ক্ষেত্রে তার পরিষদের দুইজন মেম্বারের পরামর্শকে বিবেচনায় নেন। চেয়ারম্যানের আচরণে কী প্রকাশ পায়?
অবজ্ঞা না করে কীসের প্রতি যথাযথ গুরুত্ব দিতে হবে?
অন্যের ধর্মীয় মতামত বা রাজনৈতিক মতাদর্শের প্রতি সহনশীল ও সম্মানজনক মনোভাব পোষণ করাকে কী বলে?
নিচের কোনটি 'আখলাকে হামিদাহ্'-এর অন্তর্ভুক্ত?
পরমতসহিষ্ণুতা প্রয়োজন নেই -
রিফাতের পরিবারের সকল সদস্য পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে। তাদের মধ্যে কোন গুণটি রয়েছে?
পারিবারিক সুখ-শান্তির মতো সামাজিক সুখ-শান্তি কীসের ওপর নির্ভরশীল?
আন্তরাষ্ট্রীয় সম্পর্ক লাভের প্রধান পূর্বশর্ত কী?
পরমতসহিষ্ণুতার ওপর নির্ভরশীল হলো—
i. পারিবারিক সুখ-শান্তি
ii. সামাজিক সুখ-শান্তি
iii. রাষ্ট্রীয় শান্তি-শৃঙ্খলা
নিচের কোনটি সঠিক?