এক্ষেত্রে রুমানার করণীয় কী?
তফাজ্জল সাহেব হজের কোন প্রকারের কাজ লঙ্ঘন করেছেন?
তফাজ্জল সাহেবের হজ শুদ্ধ করতে হলে-
i. সদকা দিতে হবে
ii. নফল রোযা রাখতে হবে
iii. দম দিতে হবে
নিচের কোনটি সঠিক?
“হে আমার পিতা! আপনি যা আদিষ্ট হয়েছেন, তা-ই করুন”- বাক্যটি দ্বারা কী প্রকাশ পেয়েছে?
হযরত ইসমাইল (আ.)-এর জায়গায় কী কুরবানি হয়েছিল?
হযরত ইব্রাহিম (আ.)-এর স্বীয় পুত্রকে জবাই করার আদেশের মাধ্যমে যে বিধান চালু হয়েছে, তা হলো—
কোন নবির সময় থেকে কুরবানির প্রথা চালু হয়ে আসছে?
হাদিসে কিসের মাধ্যমে নিজেকে পবিত্র করার নির্দেশ দেয়া হয়েছে?
মুসাফিরের ওপর কোনটি ওয়াজিব নয়?
ইসলামে কুরবানির বিধান কী?
কারা কুরবানির বাধ্যবাধকতা থেকে মুক্ত?
ঈদুল আযহায় কখন কুরবানি করতে হয়?
কুরবানির গরুর বয়স কমপক্ষে কত হতে হবে?
কুরবানি করার ক্ষেত্রে ছাগলের বয়স কত হতে হবে?
জনাব আব্দুর রহিম কুরবানির পশু কিনতে বাজারে গিয়ে নানা বয়সের ছাগল দেখতে পেলেন। তিনি কোন বয়সের ছাগল কিনবেন?
কুরবানির উটের বয়স কমপক্ষে কত হতে হবে?
কুরবানির গোশত সাধারণত কয়ভাগে ভাগ করা হয়?
ঈদুল আযহার খুতবায় মাওলানা আব্দুর রহমান কুরবানির স্মৃতির সাথে জড়িত নবির ঘটনা ব্যাখ্যা করলেন। এতে তিনি বলেছেন—
i. হযরত ইব্রাহিম (আ.)-এর কথা
ii. হযরত ইসমাইল (আ.)-এর কথা
iii. হযরত মুসা (আ.)-এর কথা
একাগ্রতার সাথে পশু কুরবানি করার ফলে আমরা—
i. মহান আল্লাহর নৈকট্য লাভ করব
ii. অনেক সওয়াব লাভ করব
iii. ত্যাগের শিক্ষা লাভ করব
অধিক সাওয়াব পেতে হলে কুরবানি করতে হবে—
i. নিজ হাতে
ii. তাকওয়ার সাথে
iii. উত্তম পশুর মাধ্যমে