হাজিগণ শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ করেন কেন?
বাংলাদেশি হাজি জনাব 'ক' হজের কাজ শেষ করে আসার সময় একটি তাওয়াফ করেন। 'ক' এর কাজটি কোন ধরনের?
রহমান সাহেব হজব্রত পালন করতে গিয়ে কুরবানি করার পূর্বেই মাথা মুণ্ডন করে ফেলেন। তিনি হজের কোন বিধানটি লঙ্ঘন করেছেন?
হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করা হজের কোন ধরনের বিধান?
ইহরাম বাঁধার আগে গোসল করা কী?
'ইহ্রাম ' অর্থ কী?
হজের আনুষ্ঠানিক নিয়ত কী?
ইহরাম বাঁধার স্থানকে কী বলা হয়?
তাওয়াফে কুদূমের অপর নাম কী?
তাওয়াফ শুরু করা হয় কোথা থেকে?
জিলহজ মাসের ৮ তারিখ সূর্যোদয়ের পর হাজিগণ কোথায় যান?
হজ পালনরত ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে হয় কোন _তারিখে?
৯ই জিলহজ আরাফার ময়দানে অবস্থান না করলে কী করতে হবে?
হজের মৌসুমে মিনায় অবস্থান করে কয় ওয়াক্ত নামায পড়া সুন্নাত?
কোথায় যোহর ও আসরের নামায একত্রে আদায় করতে হয়?
মুযদালিফায় কোন কোন নামায একসঙ্গে আদায় করতে হয়?
১০ জিলহজ সকালে সূর্যোদয়ের পূর্বে কোথায় রওয়ানা করতে হয়?
ইহরাম থেকে হাজিগণ মুক্তি লাভ করেন কোন তারিখে?
‘ক’ হজ করেছেন কিন্তু তাওয়াফে যিয়ারত করেননি। তিনি হজের কী লঙ্ঘন করেছেন?
কিসের শিক্ষার প্রভাবে মানুষ ঝগড়া-বিবাদ, হানাহানি ও মারামারি ভুলে যায়?